আমি চাই না
কেউ আমায় জিজ্ঞেস করুক কেমন আছিস?
যাতে প্রচন্ড মাইগ্রেনে কাতরাতে থাকা আমি উত্তরে বলি, ঠিক ভালো আছি!
আমি চাই না
কেউ আমার খোঁজ নিক!
যাতে দু'দিন বিছানায় পড়ে থাকা আমি উত্তরে বলি, কই, নাতো! কিছুই হয়নি! সব ঠিক আছে!
আমি চাই না
কেউ আমায় জিজ্ঞেস করুক, এই ক'দিন কোথায় ছিলিস?
যাতে সপ্তাহখানেক অক্সিজেনের মাস্ক পড়ে হসপিটাল ফেরত আমি উত্তরে বলি, অমুক জায়গায় একটা কাজে আটকা পড়ে ছিলাম!
আমি চাই না
আর কোন মিথ্যা বলতে!
তাই কেউ কিছু জিজ্ঞেস করো না আমায়।
আমি আমার পৃথিবীতে ভালোই থাকি!
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)