এখনও তোমাকে খুঁজে বেড়াই
বাড়ির আঙিনায়, পুকুর পাড়ে কিংবা বইয়ের পাতায়
আশা নিয়ে ঘুরি বাড়ির আনাচে কানাচে
তব যদি একবার দেখা পাই।
আশাহত হয়ে পথ চলি গন্তব্যে, পশ্চিমধারের নারকেল গাছের নিচ দিয়ে।
চলতে গিয়ে হঠাৎ ফিরে চাই!মনে হয় বুঝি ডাকছো তুমি এই বলে, "যাচ্ছিস কই নানুভাই? দু'মুঠো ভাত বেড়ে রেখেছি তোর জন্য, যা না ক'টা মুখে পুরে!"
খুব মনে আছে আমার এভাবেই ডেকে নিতে স্কুল থেকে যেদিন ফিরতাম তোমার বাড়ির পাশ দিয়ে।
সেদিন আর বাড়ি যাওয়া হতো না আমার!
গল্প করে, বই পড়ে অথবা পুকুরে বড়শি ফেলে কাটিয়ে দিতাম বিকেল।
জানো! এখন আর পুকুরে বড়শি ফেলেনা কেউ!
চিরচেনা পুকুর পাড়টাও এখন কেমন অচেনা।
এতো এতো বইগুলোরইবা কি হলো তারও খোঁজ নেই!
গল্পেও তেমন আসর জমে না তুমিহীনা।
ছোটদের কোলাহলে যে বাড়িটা থাকতো সদা উজ্জ্বীবিত,
সেখানে এখন শুধুই নিস্তব্ধতা; কোন লোকারণ্য নেই।
লিচু গাছে এখনও কলিতেই ঝরে যায় বলে যত্ন করেনা কেউ।
জাম্বুরা গাছটা এখন আর ফল দেয়না আগের মত!
তোমার শূন্যতায় সব কেমন বদলে গেছে....
কিছুই নেই আগের মত...
কেন এভাবে হারিয়ে গেলে??
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)