বিবিধ

Women Express ব্লগের হোম পেইজ নিয়ে কিছু পরামর্শ

Women Express ব্লগের হোম পেইজ নিয়ে কিছু পরামর্শ
আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে বোনদের উদ্যোগে একটি ব্লগ করা সত্যিই প্রশংসনীয় কাজ। নতুন ব্লগ হিসেবে আমার মনে হচ্ছে প্রত্যাশার চেয়ে ও ভালো মানের অনেক বেশি লেখা আসছে। তবে ব্লগটিকে আরো বেশি জনপ্রিয় করতে আমার মনে হয় হোমপেইজটির কিছুটা পরিবর্তন করা দরকার। যেমন :-- ১) সম্পাদকীয় এর উপর বড় করে লেখা Women Express এর ছবিটি আমার মতে ব্যানার হওয়া দরকার। এতে দেখতে সুন্দর লাগবে। ২) Womwn Express ছবিটির সাথে সংযুক্ত ট্যাব গুলো যেমন নোটিস বোর্ড , নির্বাচিত পোস্ট ,সকল পোস্ট , নিউজ , অপরাজিতা , তথ্যচিত্র অপশনগুলো উপরের প্রথম পাতা , বিভাগ সমূহের ম্যানুর পাশে সংযুক্ত করলে সুন্দর দেখাবে। ৩) রেজিস্টার, লগইন অপশনটি উপরে বাম পাশে রাখলে ইউজার ফ্রেন্ডলি হবে। ৪) রেজিস্টার লেখাটি আরেকটু বড় করলে সবার চোখে পড়বে। ৫) পোস্টগুলোর জায়গায়, প্রস্থ আরেকটু বাড়ালে ভালো হয়। কিছুটা বর্তমানে সম্পাদকীয় পোস্টের মত। অথবা তার থেকে হাফ ইঞ্চি ছোট। এটি নিতান্তই আমার পরামর্শ। ব্লগের পিছনে যারা আছেন তারা ভেবে দেখতে পারেন। আবার ও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি , যারা এই ব্লগের পিছনে শ্রম দিচ্ছেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন