অনির্ধারিত

নারী বন্দীদের নিরাপত্তা

নারী বন্দীদের নিরাপত্তা

হাইকোর্টের এক আদেশে নারী বন্দীদের জন্য আলাদা প্রিজন ভ্যানের ব্যবস্থা করা হলো। এই সংবাদটি গত ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন পত্র-পত্রিকার খবরে এসেছে। এবং যেদিন সারা বিশ্বে নারী মুক্তির পক্ষে নানান আয়োজন, সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন হয়, নারীরা কতদূর এগিয়ে গেছে সে বিষয়ে আলোচনা হয়, তখন আমরা একটি দুঃখের সংবাদ জানলাম, সেটি হলো পুলিশ ভাইয়েরা নারী বন্দীদের টিজ করেন, গায়ে হেলে পড়েন ইত্যাদি ইত্যাদি। যাক, তবুও সরকারকে ধন্যবাদ এ ব্যাপারে যৌক্তিক পদক্ষেপ নেয়ার জন্যে। নারীরা ঘরে বাইরে, কর্মস্থলে, আড্ডাস্থলে, এমনকি নিরাপত্তা হেফাজতেও নিরাপদ থাকুক! সূত্রঃ ৮ই মার্চ, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক যুগান্তর


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)