ইন্টারন্যাশনাল উইমেন

১৪ বছরে একটি দিনও স্কুলে অনুপস্থিত থাকেনি মেয়েটি!

১৪ বছরে একটি দিনও স্কুলে অনুপস্থিত থাকেনি মেয়েটি!

 

নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী। চৌদ্দটি বছর।

এ বছরগুলোতে একটি দিনের জন্যও স্কুলে

অনুপস্থিত না থাকার এক অনবদ্য রেকর্ড

সৃষ্টি করেছে ভারতের কলকাতার দমদম

অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের ছাত্রী চন্দ্রজা গুহ।

ভারতের একটি গণমাধ্যমে তার এই খবরটি

প্রকাশ হওয়ার পর পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী

পার্থ মুখোপাধ্যায় তাকে বিকাশ ভবনে ডেকে

নিয়ে যান। অনবদ্য এ কর্মের জন্য তার হাতে

তুলে দেন একটি সার্টিফিকেট, দেন কিছু গিফটও।

সেই সাথে জানিয়ে দেন, তার সরকার মেয়েটির

ভবিষ্যৎ গড়ে দিতে সাহায্য করতে চায়।

মেয়ের এই অসামান্য কীর্তির জন্য তার বাবা-মা

ক্ষীতি রঞ্জন ও ডলি গুহ পুরো কৃতিত্ব মেয়েকেই দিতে চান।

দক্ষিণ দমদম পুরসভা এলাকার ২ নম্বর ওয়ার্ডে বাস গুহ পরিবারের।

চন্দ্রজা শুধু উপস্থিতিতেই নয়, ভালো পড়াশোনায়ও। সে সবসময়ই

এ-গ্রেড ছাত্র হিসেবেই সাফল্য পেয়েছে এবং ৯০ শতাংশের নিচে

কোনো পর্যায়ে নাম্বার পায়নি।

 

আশপাশের স্কুলেও ছড়িয়ে পড়েছে চন্দ্রজার রেকর্ডের কথা৷

দমদমের কিশোর ভারতী স্কুলের প্রধান শিক্ষক নিত্য রঞ্জন

বাগচি বলেছেন, চন্দ্রজা একটি অসাধারণ উদাহরণ সৃষ্টি করেছে।

সে অনুপ্রেরণা হবে অন্যদেরও।

বান্ধবী শাহেলি দাস জানিয়েছে, চন্দ্রজা তাকে প্রতিদিন স্কুলে আসতে

অনুপ্রেরণা যুগিয়েছে।

প্রতিবেশী রিতা দাসও জানিয়েছেন, চন্দ্রজা তার ছেলে অভ্রদ্বীপকে

প্রতিদিন স্কুলে যেতে উদ্বুদ্ধ করছে।

সূত্র : টাইমস অব ইনডিইয়া ।


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)