মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)

নিজেরে খুঁজে বেড়াই

নিজেরে খুঁজে বেড়াই

-    ভুল করেছো, ভুল করেছো।

-    ভুল কি জিনিস তাই জানি না।

-    দিনভর যে শিক্ষে দিলুম!

  ভুল করে সব বেমালুম!

 

-    ভুল করেছি বেশ করেছি 

এ নিয়ে আর শুনতে চাই না।

-    ভুলকে মানুষ আঁকড়ে ধরে

এ সব কথা তবেই বলে।

 

-    ভুলের মাঝে সাঁতরে শেষে

কেমনে আসি ভুবন পরে?

-    ভুল করলে এমনই হয়

আসলে  চলে; ব্যাপার নয়।

 

-    ভুল গুলো যে গানের সুরে

রয়েছে মোর জগত জুড়ে।

-    ভুলকে এবার আড়ি বলে

এসেই দেখ এই ভবেতে।

 

-    ভুলের মাঝে ঠিক গুলোকে

 ছুড়বো নাকি ঐ সড়কে!    

-    অল্প কিছু ছুড়লে তবে

মিলবে অনেক দুই ভুবনে।

 

-    আসছি তবে ভুলকে ছেড়ে

অলীক সব ঝেড়ে ফেলে।

-    এসো ওহে রইলো দোয়া

ঠিক জগতের দুয়ার খোলা।  

 

 


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)