বিবিধ

সোনায় মোড়ানো বিয়ে.....

সোনায় মোড়ানো বিয়ে.....
ব্রুনাইয়ের সুলতানের ছেলের বিয়ে নিয়ে আলোচনা চলছে সারা বিশ্বে৷ বিশ্বের অন্যতম ধনী দেশটিতে বিয়ের আয়োজন চলেছে ১১ দিন ধরে৷ ব্যবহৃত হয়েছে শত শত ভরি সোনা, খরচ হয়েছে কোটি কোটি টাকা৷ দেখু... ছবিঘরে... সোনার সিংহাসন: Brunei Hochzeit des Kronprinzen Abdul Malik বর-কনের সিংসাহনটা পুরোপুরি সোনার তৈরি৷ সিংহাসনে সোনালী আলোয় যেন ঝিকমিক করছিল চারদিক৷ অভিজাত অতিথিদের ভীড়: Brunei Hochzeit des Kronprinzen Abdul Malik ৬ হাজার গণ্যমান্য অতিথি উপস্থিত ছিলেন বিয়েতে৷ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি বেশ কিছু দেশের রাজা-রানিরাও ছিলেন সেখানে৷ ফুলের তোড়াও সোনার তৈরি! Brunei Hochzeit des Kronprinzen Abdul Malik আজকাল ফুলের তোড়া কাগজের ফুল দিয়েও হয় – এটা সবাই জানেন৷ কিন্তু সোনার ফুল দিয়েও যে হয় তা কি জানেন? ছবিতে এক অতিথির কাছ থেকে কনে যে তোড়াটি নিচ্ছেন সেটা কিন্তু পুরোপুরি সোনার তৈরি! হীরে-চুনি-পান্নাখচিত সোনার জুতো: Brunei Hochzeit des Kronprinzen Abdul Malik কনের জুতোটাও সাধারণ কোনো জুতো ছিলনা৷ মহামূ্ল্যবান সব পাথরে খচিত জুতোটিও সোনার তৈরি৷ দুলা-র আগমন: Brunei Hochzeit des Kronprinzen Abdul Malik বিশাল হলরুমে প্রবেশ করেছেন ব্রুনাইয়ের সুলতানের ছেলে আব্দুল মালিক৷ সুলতানের দোয়া: Brunei Hochzeit des Kronprinzen Abdul Malik বিয়ের আনুষ্ঠানিকতায় প্রত্যক্ষভাবেই অংশ নিয়েছেন সুলতান হাসানাল বলকিয়াহ৷ ছেলে আব্দুল মালিক যাতে সব আনুষ্ঠানিকতা ঠিকভাবে পালন করতে পারেন তা কাছ থেকেই দেখেছেন তিনি৷ বিশ্বের সবচেয়ে বড় রাজপ্রাসাদ: Brunei Hochzeit des Kronprinzen Abdul Malik বিয়ের মূল অনুষ্ঠানটি হয়েছে এই ইস্তানা নুরাল ইমান প্রাসাদে৷ ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের এই প্রাসাদে রয়েছে ১ হাজার ৭৮৮টি কক্ষ, বিশাল বিশাল স্নানাগার আছে ২৫৭টি আর সুইমিং পুল ৫টি৷ বিশেষ পোশাকে বর-কনে: Brunei Hochzeit des Kronprinzen Abdul Malik রাজ পরিবারের বিশেষ পোশাকে বর আব্দুল মালেক এবং আইটি বিশেষজ্ঞ কনে দায়াংকু রাবিয়াতুল আদাওইয়াহ পেনগ্রিয়ান হাজি বলকিয়াহ৷ ...এবং রাজকীয় ভোজন: Brunei Hochzeit des Kronprinzen Abdul Malik বিয়ের আনুষ্ঠানিকতা শেষে খাওয়া-দাওয়া৷ সেখানেও এলাহি কাণ্ড৷ মেনুতে কী কী ছিল তা শুনলে যে সবাই বিস্মিত হবেন তা বলাই বাহুল্য৷ ৬ হাজার রাজকীয় অতিথির জন্য স্মরণীয় করে রাখার মতো সব কিছুই পরিবেশিত হয়েছে ভোজন অনুষ্ঠানে৷ Source: dw.de

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ