মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)

নখের যত্ন ও কিছু কথাঃ

নখের যত্ন ও কিছু কথাঃ
cut-your-nails কথা পরে, আগে টিপস দিয়ে নেই... ১/ খেয়াল করে দেখবেন- কাপড় ধোয়া কিংবা মাছ কাটলে হাতের নখ পাতলা হয়ে যায়। আবার আলু-পেঁয়াজ কাটলে নখের কিনারায় কালো দাগ পড়ে যায়- তাই এসব দূর করতে পরিমাণমত লেবুর রস নখগুলোতে কয়েক মিনিট ঘষে ধুয়ে ফেলুন। এরপর বডি লোশন লাগিয়ে নিন। এতে হাত ও নখ কোমল থাকে। তাছাড়া রান্না ও অন্যান্য ধোয়ার কাজে হাতে গ্লাভসও ব্যবহার করে নিতে পারেন। ২/ কিছু মানুষের দেখবেন নখগুলো হলদেটে। তারা এই সমস্যাগুলো দূর করতে উপরের টিপসটাও ব্যব্যহার করতে পারেন আবার আজ আরেকটা টিপস জানলাম- টুথপেষ্ট নখের ওপরে ঘষলেও হলদেটে ভাব দূর হয়ে যায়। এদিকে আমাদের অনেকেরই অভ্যাস থাকে হাতের নখ বড় রাখার। ফ্যাশনের কারণে কিংবা নেইল পলিশ লাগালে সুন্দর লাগবে তাই। আবার অনেকে আছেন, ডান হাতের নখ ঠিক মতো কেটে বাম হাতেরটা বড় রাখেন। তাদের যুক্তি-“খাওয়ার হাতটা তো ঠিক রেখেছি”। আবার আমাদের মধ্যে অনেকেই পার্টিতে যেতে কিংবা বউ সাজতে গিয়ে কৃত্রিম নখ লাগায়। কিন্তু আমাদের মেয়েদের এই বিষয়টা জানা উচিত যে- এক্ষেত্রে যে আঠা ব্যবহার করা হয়- তা আমাদের হাতে ও নখে ইনফেকশনের কারণ হতে পারে। তাই এসব এড়িয়ে চলা উত্তম।   অপরদিকে, কিছু মানুষের বদভ্যাস হলো- দাঁত দিয়ে নখ কাটা, নখের কোণার চামড়া টানা কিংবা নেইল কাটার দিয়ে এতটা (!) পরিমাণে কাটা যে, ভিতরের মাংস পর্যন্ত দেখা যায়। যাতে করে নখের স্বাভাবিক সৌন্দর্য ব্যহত হয়, নখের কিনারা ফুলে যায়, হাত দেখতেও খারাপ লাগে। অথচ প্রত্যেকটা কাজে সৌন্দর্য বলতে একটা জিনিস থাকে।   যাই হোক সৌন্দর্যের কথা যখন উঠেছে তাই বলবো- হাতের নখ বড় রাখাটা তথাকথিত ফ্যাশন হতে পারে, তবে সৌন্দর্য, সুস্বাস্থ্য ও পবিত্রতার বিপরীত। যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক- সেটা কি কখনো আমাদের ফ্যাশন হতে পারে? সুতরাং নখ ওতো বড়ও নয়, আবার অতিরিক্ত ছোটও নয়, বরং স্বাভাবিক সাইজে রেখে পরিচ্ছন্ন থাকাটাই পবিত্রতা। এদিকে পৃথিবীতে কিছু অদ্ভুত মানুষ আছে (এটা ছেলেদের মধ্যে থেকে)- যারা হাতের দশটা নখের মধ্যে একটা নখ বড় রাখে- ওরা বলে- এতে নাকি গিট কিংবা মুড়ির টিন খুলতে সুবিধা হয়! বিষয়টা আসলেই হাস্যকর! মূলত মুড়ির টিন কিংবা গিট খুলতে বড় নখের প্রয়োজন হয় না। এটা খোড়া যুক্তি। সবশেষে বলবো- আল্লাহ আমাদের সর্বোত্তম পন্থায় সৃষ্টি করেছেন (সূরা তীন, আয়াত-৪)। আর তিনি শুধু সৃষ্টিই করেন নি, বরং সেই সৃষ্টিকে রোগমুক্ত, সুন্দর ও স্মার্ট থাকার জন্য পবিত্রতার বিধানও দিয়েছেন। ইসলামে উল্লেখিত ৫টি পবিত্রতার মধ্যে একটি হচ্ছে হাত-পায়ের নখ কাটা। সুতরাং, কোন মডেল কত বড় নখ রেখেছে, এখন কিসের ট্রেন্ড চলছে- সেটার দিকে খেয়াল রাখার চেয়ে প্রকৃত সৌন্দর্য ও স্মার্টনেসের দিকে খেয়াল রাখা উচিত। আর প্রকৃত স্মার্টনেস হলো- নখ সঠিকভাবে কেটে পরিষ্কার রাখা।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন