বিবিধ

Welcome Women Express!!!

Welcome Women Express!!!
নারী!! দুশব্দের ভেতরে গাঁথা অসংখ্য ফুল আর তা দিয়ে তৈরী হয় একেকটি মালা।যার উপস্থিতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে।এ এক প্রেরণার বাতিঘর!! মহান আল্লাহর এই বিশেষ রহমত আমাদের জীবনকে প্রতি মূহুর্তে করে তোলে অর্থবহ। সমাজের এই সম্মানিত অংশকে নিয়ে চিন্তা করার জন্য WOMEN EXPRESS কে ধন্যবাদ। অনেক অনেক দোয়া রইল WOMEN EXPRESS এর জন্য । আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত মানযিলে পৌছাতে পারি...।  "হে আল্লাহ,তোমার নিকট আমি উত্তম দয়া,উত্তম সফলতা ,উত্তম আমল,উত্তম সওয়াব ,উত্তম জীবন ও উত্তম মৃত্যু কামনা করছি । ঈমানের পথে আমাদেকে দৃঢ় অবিচল রাখ, আমার গুনাহ মাফ কর,জান্নাতের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করো।হে আমাদের প্রভু,আমরা যেসব গুনাহ করেছি তা মাফ করে দাও,আমাদের মধ্যে যেসব অসৎবৃত্তি আছে সেসব দুর করে দাও ও নেক লোকদের সাথে আমাদের শেষ পরিণতি দান করো।"(সূরা ইমরানঃ১৯৩)

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন