অনির্ধারিত

মুখোশ

মুখোশ
ব্যস্ত  ভীষন মানুষ গুলো হয়না আকাশ দেখা পেতেই হবে ভালো থাকার ফানুষ সরলরেখা। ভুলের মাঝে খুঁজতে যে ফুল হয়না কারো বলা- আমারো চাই রঙ্গিন ঘুড়ি,রোদ বৃষটিরর খেলা। দুঃখ কারো দূঃখী যে কেউ সুখ অফুরান কারো, এই সুযোগে লাভ লুফে নাও যে যতটা পারো। কষ্টগুলো তাড়ায় ভীষণ উড়তে তোমায় হবেই...! কানামাছির দিন যে তোমার ফুরিয়েছে কবেই... হাসিমুখে বলতে হবে ভীষন ভাল আছি; হক না মিছে যেতেও পারি ঐ আকাশের একটু কাছাকাছি। দেখলেতো হায় জেনেবুঝে করছি বেঁচাকেনা, সার্থ ছাড়া যায়নাতো ভাই আসল মানুষ চেনা। মুখোশ পরা জ্ঞানীর ভীড়ে হচ্ছি আমি বিলীন বিচিত্র সব ভাবের প্রকাশ যায়না থাকা মলিন। অপরাধী হচ্ছি আমি শেকল ভাঙ্গার দায়ে ভালো থাকার শুকনো হাসি যায় বুঝি ফুরায়ে। অংক টা ভাই যেমনই হোক ফ্লটা সবাই জানি মুখোশবিহীন মানুষ হলো বিচিত্র এক প্রানী…

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
আমার আমি

আমার আমি

গাঙচিল

২৩ ফেব্রুয়ারী ২০২১

Create your own tune – 4

Create your own tune – 4

গাঙচিল

১১ জুন ২০২০

আপনি কেমন মা?

আপনি কেমন মা?

গাঙচিল

৪ ডিসেম্বার ২০১৯