
যুগে যুগে মোটা মানুষদের নিয়ে হাসাহাসি করা সব দেশেই প্রচলিত। ব্যাপারটা অবশ্যই নিষ্ঠুর তাই অনেকেই নিজের অতি ওজন নিয়ে কেউ টিটকিরি করলে রেগে যান। অনেকে আবার নিজেই সেই হাসাহাসিতে অংশগ্রহণ করে ব্যাপারটাকে হালকা করে ফেলেন। যাই হোক, এই টিটিকিরির মানসিকতা থেকেই শরীরের বিভিন্ন অতিরিক্ত ওজনের অংগকে করা হয়েছে নানা ধরণের নামকরন।
Bingo wings: থলথলে বাহুকে এই নামে ডাকা হয়।

Cankles: অতিরিক্ত ওজনে কারো ankle অর্থাৎ গোড়ালি বোঝা না গিয়ে পায়ের পরে সরাসরি পায়ের পাতা শুরু হলে তাকে Cankles বলা হয়।

Double chin: চিবুকের নীচে চর্বির স্তর জমে আরেকটা চিবুকের মতো দেখা গেলে একে Double chin বলা হয়।

Love handles: কোমড়ের চর্বির স্তর কে এই নামে ডাকা হয়। নামকরণের ব্যাখ্যা না হয় নাই করলাম।

Man Boobs or “Moobs”: অতি স্বাস্থ্যবন পুরুষের অনেকটা মেয়েদের মত স্তনের আভাস দেখা গেলে তাকে এই নামে ডাকা হয়। (নামকরা এক অভিনেতার কথা মনে পরলো)
-label-for-a-manly-mans-chest-T-Shirts.jpg)
Thunder Thighs:মোটা উরু কে এই নামে ডাকা হয়। উরুর ঘর্ষন সৃষ্ট শব্দ কে নির্দেশ করেই এটাকে বজ্রপাতের সাথে তুলনা করা হয়েছে।

যাই হোক। কাউকে হেয় করা এই পোস্টের উদ্দেশ্য নয়। এমনো তো হতে পারে যে কেউ আপনাকে টিটকিরি করলো আর আপনি বুঝলেনই না। তাই জানা থাকা ভালো :) ।
সূত্রঃ স্বাস্থ্য তথ্য ।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)