‘

নারী র্নিযাতন কমছে না বরং বাড়ছে’ আমার এ কথাটির সাথে অনেকে হয়ত একমত হবেন না । এর আবশ্যই কিছু কারনও আছে।আমাদের নারীরা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ভাবে যে অবদান রাখছে তা উল্লেখ করার মতই । যেমন- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর২০১০ সালের এক জরিপ অনুযায়ী ,র্বতমানে বাংলাদেশে র্কমক্ষেত্রে নিয়েজিত আছে ১কোটি ৬২লাখ নারী।২০০৬ সালে এর সংখ্যা ছিলো- ১ কোটি ১৩ লাখ ।অর্থাৎ এই চার বছরে ৪৯ লাখ নারী শ্রম বাজারে প্রবেশ করেছে ।২০০৬ সালে ২৯ এবং ২০১০ সালে ৩৬ শতাংশ হয়েছে ।
আর নারী র্নিযাতন!
বাংলাদেশ মহিলা পরিষদের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী-২০১৩ সালের মোট নারী র্নিযাতন-৪৭৭৭টি । তার মধ্যে—

অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে বিভিন্ন কারনে যতভাবে একজন নারীকে র্নিযাতন করা যায় তার সব চিহ্নই আছে এই পরিষংখ্যানে।স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠে তাহলে নারী উন্নয়ন হলো কোথায়?আর কিছু প্রশ্নের আমি কোন উত্তরও খুজে পাই না।আমি বুঝি না--
-কোন কারনে একজন নারীকে উত্ত্যক্ত করা হবে ? যেখানে কাউকে পছন্দ হলে বিয়ে করার সুযোগ আছে!কোন মেয়েকেপছন্দ হয়েছে ,তাহলে বাবা মার কাছে প্রস্তাব পাঠালেই হয় । ছেলে যদি মেয়েটিকে পাবার মত যোগ্য হয় তাহলে তো ঝামেলা মিটে গেল ।আর ছেলে যদি যোগ্য না হয় তাহলে কেন সে বামন হয়ে চাঁদের পানে হাত বাড়াবে ?একজন পুরুষ যদি তার চেয়ে যোগ্যতার দিক দিয়ে একদম নিচে এরকম কাউকে সংগি করতে না পারে তাহলে একজন মেয়ে কিভাবে পারবে ?
-কেন এবং কেন একজন মেয়েকে ধর্ষিতা হতে হবে ? যেখানে একজন মেয়ে জানে এই কাজটি নোংরা এবং জঘন্যতম আপরাধ সেখানে একজন পুরুষ কি তা জানে না?
-যৌতুকের কারনে কেন একজন মেয়েকে হ... করা হবে ?এমন তো কখনও হয়নি স্বামীর বাপের বাড়ির অংশ পায়নি বলে কোন গৃহবধু স্বামীকে হ... করেছে?
-কেন প্রেমের প্রস্তাবে রাজি না হলে একটি মেয়েকে এসিডে মুখ ঝলসিয়ে দিতে হবে ?ছেলেটির পছন্দের মূল্য আছে মেয়েটির নেই ? এররকম হাজারো প্রশ্নের কোন সদু্ত্তর নেই। কিন্তু উত্তর তো বের করতেই হবে!প্রথমত এবং শেষ পর্যন্ত-আমাদের যা প্রয়োজন তাহলো-
মানসিকতার পরির্বতন ।
একজন নারীকে আমরা কিভাবে দেখব?
-অবশ্যই ‘মায়ে’র চোখে। ভবিষ্যৎ বংশধর গড়ার কারিগর হিসাবে।ভোগ্য পন্য বা উপকরণ হিসাবে তো নয়ই।
খুব বেশী কিছুর প্রয়োজন নেই শুধু এতটুকুই !
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)