মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)

কতো দিন ব্যবহার করা নিরাপদ প্রসাধনী সামগ্রী?

কতো দিন ব্যবহার করা নিরাপদ প্রসাধনী সামগ্রী?
4551498033-680x450   হ্যাঁ, প্রত্যেক প্রসাধন সামগ্রীর গায়েই এক্সপায়ার ডেট লেখা থাকে। অর্থাৎ উত্তীর্ণ হবার তারিখ। কিন্তু আপনি জানেন কি, এই মেয়াদ উত্তীর্ণ হবার আগেই অনেক প্রসাধনের ব্যবহারই হয়ে পরে অনিরাপদ? শুধু মেয়াদ উত্তীর্ণ তারিখ জানলেই হবে না, মুখ খোলার পর কোন প্রসাধন কতদিন ব্যবহার করা নিরাপদ, জানতে হবে সেটাও। যেমন ধরুন, একটি লিপস্টিক কিনলেন যার মেয়াদ ফুরাবে ৩ বছর পর। কিন্তু তার মানে কি এই যে লিপস্টিকটি ৩ বছর যাবত ব্যবহার করলে কোন অসুবিধা হবে না? অবশ্যই হবে! প্রসাধনের মুখ খোলার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা ব্যবহার করা নিরাপদ। তারপর উচিত সেটাকে বদলে ফেলা। আসুন, জেনে নেই বিভিন্ন প্রসাধনের আয়ু সম্পর্কে বিস্তারিত। -চোখের জন্য যেসব মেক-আপ ব্যবহার করা হয় তা সবচেয়ে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যেমন- মাসকারা বা আই লাইনার সিল খোলার ৩ মাসের মধ্যে নষ্ট হতে থাকে। মাসকারা জমে গলে কখনও পানি মিশিয়ে সেটা ব্যবহার করবেন না। এতে ব্যাক্টেরিয়ার জন্ম হতে পারে। এছাড়া কোনো আলাদা কোন কিছুর সাথে একসাথে মিশিয়েও ব্যবহার করবেন না। -তরল ফাউনডেশন, কনসিলার ইত্যাদির আয়ু ৬ মাসের বেশী থাকে না। তাই চেষ্টা করুন ছোট ছোট পরিমাণে কিনতে। যেন ৬ মাসেই ফুরিয়ে যায়। -আই এবং লিপ পেন্সিল ১ বছর পর্যন্ত ভাল থাকে। লিপস্টিক ভালো তাহকে ৭ থেকে ৯ মাস। ের পড়েই উচিত বদলে ফেলা। -ক্রিম ফাউন্ডেশন ও ক্রিম আই শ্যাডো ৩ থেকে ৬ মাস পর্যন্ত থাকে। ভাল ব্র্যান্ডের কসমেটিকস হলে অবশ্য ১ বছর পর্যন্ত ব্যবহার উপযোগী থাকে। -পাউডার বেসড প্রডাক্ট ২ বছর ভাল থাকে। পাউডার আইশ্যাডো প্রায় ৩ বছর পর্যন্ত ভাল থাকে। তবে ব্লাশঅন ভালো থাকে ৬ মাস। -ক্রিম ও জেল কিনজার মোটামুটি ১ বছর ভাল থাকে। -নেলপলিশ ১ বছর ভাল থাকে আর ঠিকমত সংরক্ষণ করতে পারলে আরও কিছুদিন ভাল রাখা যাবে। -ফেসিয়াল ক্লিঞ্জার প্রায় ৬ মাস ভাল থাকে। আর ফেসিয়াল টোনার নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ১ বছর পর্যন্ত। সূত্র: প্রিয় লাইফ

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)