উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)
দামি গাড়ি, বাড়ি, ভালো বেতন এবং ওয়েল সেটেলড

বাবা: ভালো বর পেয়েছি মা। ভালো বেতন, ওয়েল সেটেলড। সবসময় এমন সুযোগ আসে না মা- পারফেক্ট ম্যাচ...................................................................................
.............................................................................
মেয়ে: হ্যা বিয়েতে রাজি আছি বাবা। কিন্তু ৩ বছর পরে। আমারও ওর মত বাড়ি লাগবে না, ওয়েল সেটেলড। তাহলেই তো হবে পারফেক্ট ম্যাচ
ফেয়ার এন্ড লাভলীর বিজ্ঞাপনে এভাবে একজন উর্বশীকে নিজের পায়ে দাড়াবার প্রত্যয় ব্যক্ত করতে দেখা গেছে--- যা দেখলে স্বভাবতই মনে হবে। জীবনে সফলতা মানেই ভালো গাড়ি, বাড়ি, ভালো চাকরি আর মোটা বেতন।
জীবনে সফলতা চায়না এমন মানুষ কমই আছে । কিন্তু সফলতা মানে যদি ফেয়ার এন্ড লাভলীর সে উর্বশীর মত নিজের পায়ে দাড়ানোকে বোঝানো হয় । তখন আমাদের চোখের সামনে ভাসে- ভাল বেতনের চাকরি , নিজের সুউচ্চ বাড়ি , বিলাসবহুল গাড়ি আরও কত কী। এমন সফলতা লাভ করতে কজন ই বা পারে । তবে এর জন্য প্রচেষ্টা যা যা দরকার তার ১০০% করা না হলেও এর চেয়ে কম করা হয় না । এজন্য ছোট বেলা থেকে স্বপ্ন দেখানো হয় । এমন কি অনেক ক্ষেত্রে দেখা যায় সচেতন পিতামাতা খাদ্য, পোষাকের মত মৌলিক প্রয়োজনগুলো ডিঙিয়েও পড়াশুনার ব্যাপারে তারা যারপরনাই অতি তৎপর।
সমাজের আধুনিক মায়েদের কিংবা অভিবাবকদের একটি বড় অংশ তো বর্তমানে নারীদের জন্য এমন সফলতাকেই তার সুন্দর জীবনের চেয়ে বেশি জরুরি মনে করছে। তার ধ্যান ধারণা এ পর্যায়ের যে এমন না হলে তার জীবনের কি ই বা মূল্য আছে । না হলে যে তার জীবনে স্বাধীনতা নামটির অস্তিত্ব ই থাকবে না ।
এখন যাদের এমন সফলতা থাকবে তাদের ধন্যি ধন্যি করে মানুষ তাকে ঘরে তুলবে । পুরানো সেই খোড়া অযুহাত কালো , বেটে অসুন্দরের বিপরীতে এ যেন এক মোক্ষম অস্ত্র কণ্যাদায়গ্রস্থ অভিবাবকদের।
তাদের ধারণা জীবন সঙ্গী তো তখন ই সোনায়- সোহাগা হয় যখন স্বামী - স্ত্রী -র দুজনেরই চাকরি থাকবে , বাড়ি থাকবে , গাড়ি থাকবে .... এমনকি হতে পারে সে ইসলামিক পরিবারের মেয়ে ।
কিন্তু আসলেই কি সফলতা মানে ওয়েল সেটেলড?
ভালো বাড়ি, গাড়ি কিংবা মোটা বেতন?
আসলে পুজিবাদী সমাজে অনেক বড় বড় বিদ্বানদেরও কথায় কাজে মিল পাওয়া যায় না, যেখানে সে বন্দী ভালো বাড়ি-গাড়ি কিংবা ওয়েল সেটেলড-এর জালে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)