বিবিধ

নতুন উড়ন্ত সরীসৃপ এর সন্ধান পাওয়া গিয়েছে

নতুন উড়ন্ত সরীসৃপ এর সন্ধান পাওয়া গিয়েছে
দক্ষিণ ব্রাজিলের মাটি খুঁড়ে পাওয়া গেছে নতুন একটি সরীসৃপ প্রজাতির ফসিল যার নাম দেয়া হয়েছে Caiuajara dobruskii. যে স্থান থেকে পাওয়া গিয়েছে তা প্রাগৈতিহাসিক সময়ে লেক ছিল এবং প্রাপ্ত ফসিলের কার্বন টেস্ট করে এটি আনুমানিক ১০০-৬৬ মিলিয়ন বছর পূর্বের বলে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন। অর্থাৎ এটি ছিল Cretaceous period এর শেষ দিকের এক প্রকার উড়ন্ত ডাইনোসোর বা উড়ন্ত সরীসৃপ যাদের গ্রুপ হল Pterosaurs। এই আবিস্কারের সাথে যুক্ত একজন একজন বিজ্ঞানী একে অভূতপূর্ব সাফল্য বলে উল্লেখ করেছেন। এর প্রায় ৫০ এর মতো হাড় বিজ্ঞানীরা পেয়েছেন যাদের নিয়ে গবেষণা করে একে ফ্লেমিঙ্গ আকৃতির উড়ন্ত ডাইনোসোর বলে ধারণা করা হচ্ছে। এই ছবিটি কাল্পনিক ছবি। বিস্তারিতঃ https://goo.gl/o3DtYi । সূত্রঃ ইন্টারনেট।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ