অনির্ধারিত

কিছু ভাবনা...আর নারী দিবস!

কিছু ভাবনা...আর নারী দিবস!
নারী দিবস একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। এর আগেও অনেকগুলো দিবস পালন করা হয়েছে।কিছু অর্জন হয়েছে আবার কিছু হইনি। দরকার কি এত আয়োজন করে নারী দিবস পালন করার? অধিকার কি একদিনের নাকি? না অবশ্যই একদিনের না, হওয়া উচিতও না! প্রতিটা দিবস আসলে নতুন করে মনে করিয়ে দেয়ার, নতুন করে কিছু করার। সারা পৃথিবী জুড়ে ঘটা করে পালন হয় নারী দিবস। সভা, সমাবেশ, অনুষ্ঠান করে নারীর অধিকার রক্ষার কথা বলে।ফেসবুক, টুইটার, ব্লগ কোথাও পোস্ট দেয়ার বাকি নাই। এমন কি জাতিসংঘ অধিবেশনে বিশেষ কমিটি সব দেশের সরকারকে নারীর মানবাধিকার রক্ষার জন্য নীতি নির্ধারণ করে দেয়। বাংলাদেশেও নারী সংস্থা, সংগঠন অধিকার আদায়ের কথা বলে।তারপরও নারীর মানবাধিকার সর্বত্র নিশ্চিত হয়নি। আরে তাতে আমার কি?!অধিকার আনতে এখন মিটিং, সভায় যাবো নাকি? আমারত মনে হয় কোথাও না গেলেও হবে। সুন্দর, সুস্থ, শান্তিময় সমাজ চাই আমি।একটু চিন্তার পরিবর্তন, সচেতনতা, মূল্যবোধ হয়ত তা নিয়ে আসবে। নিজের পরিবার থেকেই শুরু করিনা কেন?পরিবার থেকে যখন শিক্ষা আসবে তখন তা সমাজ, রাষ্ট্রে ছড়িয়ে পরবে। দরকার একটু চিন্তা,একটু চেষ্টা...। F�/�E;

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
আমার আমি

আমার আমি

গাঙচিল

২৩ ফেব্রুয়ারী ২০২১

Create your own tune – 4

Create your own tune – 4

গাঙচিল

১১ জুন ২০২০

আপনি কেমন মা?

আপনি কেমন মা?

গাঙচিল

৪ ডিসেম্বার ২০১৯