অনির্ধারিত

ব্লগে লেখার জন্য কিছু পরামর্শঃ

ব্লগে লেখার জন্য কিছু পরামর্শঃ
১)টাইটেল/হেডলাইনঃ(শিরোনাম) যে বিষয়ে লিখতে চান সেটা পাঠকের কাছে আকর্ষনীয় করার জন্য শিরোনাম অত্যন্ত গুরুত্তপুর্ণ। লেখার মুল বিষয় বা মুলভাব চিন্তা করে নাম নির্বাচন রুন। শিরোনামে  আপনার লেখার বিষয় বস্তুর keyword ও ব্যবহার করতে পারেন। মনে রাখবেন শিরোনাম দেখেই পাঠক লেখাটা পরতে আগ্রহী হবে। শিরোনাম বা লেখার বডি খুব সহজ ও সাবলিল ভাষার হলে পাঠকের কাছে তা গ্রহনযো্গ্যতা বেশি পাবে। ২)আপনি কি  লিখছেন? কেন লিখছেন?ঃ লেখার ক্যাটাগরী  নির্বাচন  করে সে অনুযায়ী লেখা শুরু করুন। যেমন- সাহিত্য/ কবিতা/সাম্প্রতিক বিষয় /ইতিহাস/ ইত্যাদি। ৩) মুলবিষয়ঃ আপনার লেখাকে যতসম্ভব কাঠা্মোর মধ্যে রাখার চেষ্টা করুন।  অথাৎ মুল যে বিষয়টা আপনি তুলে ধরতে চান সেই বিষয় এ কিছু প্রশ্ন নিজেই মনে মনে ঠিক করে রাখু... বা পাঠক কে যে মেসেজ দিতে চান সেটার বিষয় এ মুল পয়েন্ট গুলো মাথায় রাখু...।ভুমিকা অনেক বেশী বড় না করে মুল বিষয়ে আসুন। ৪) পাঠকের ভাবনাঃ লেখার প্রথমাংশে আপনার উথাপিত সমস্যা বা আরটিকেল নিয়ে পাঠক কে চিন্তা/ ভাবনা করার অবকাশ দিন। তারপর লেখার শেষাংশে সমাধান বা উত্তর দিন। ৫) ছন্দ বা ধারাবাহিকতাঃ লেখার প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখু...। লেখা যে ধরনেরই হক না কেন লেখার প্রতিটি ধাপ এ বা স্টেপে এমনভাবে আপনি সমাধানের দিকে এগুবেন যেন প্রতি্টি লাইন এর সাথে আগের ও পরের লাইনের সামঞ্জস্য থাকে, নাহলে লেখা মুল বিষয় থেকে সরে যেতে পারে।ভাষার ব্যবহারে সর্তক হউন।গুরুচন্ডালি দোষ এড়িয়ে চলুন।শব্দের পুনব্যবহার লেখার ছন্দপতন ঘটায়। ৬) সাব হেডিং ও পয়েন্টঃ লেখার মাইন ফোকাস পয়েন্ট করে তুলে ধরার জন্য সাব হেডিং ও পয়েনট ব্যবহার করুন। ৭)পাঠক কে চিন্তা ভাবনা করার ও বলার সুযোগ দিনঃ লেখার শেষে সাম আপ বা সম্পুরন লেখার মুল্ভাব টা ২-১ লাইনে  শেষ করুন। বিশেষ করে আপনার লেখার মাধ্যমে পাঠক কে কি মেসেজ দিতে চান সেটা আহ্বান মুলক মেসেজ হিসেবে দেবার চেষ্টা করুন। আপণার উথ্থাপিত বিষয় পাঠকের মন্তব্য জান্তে চাবেন। ৮)গবেষনাধমী লেখায় অবশ্যই রেফারেন্স দিবেন যাতে পাঠক আপানার লেখা পরে সেই বিষয় এ আরও জানার ও অপরকে জানানোর উৎসাহ নিয়ে আপনার লেখাটা পরে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
আমার আমি

আমার আমি

গাঙচিল

২৩ ফেব্রুয়ারী ২০২১

Create your own tune – 4

Create your own tune – 4

গাঙচিল

১১ জুন ২০২০

আপনি কেমন মা?

আপনি কেমন মা?

গাঙচিল

৪ ডিসেম্বার ২০১৯