ধর্ম ও গবেষনা

মহিলারাও ঈদগাহে আসুন...

মহিলারাও ঈদগাহে আসুন...
20090822001635689 আমাদের মেয়েদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় তাহলো- প্রচলিত পরিবার প্রথার বিপরীতে গিয়ে কিছু বলতে বা করতে আগ্রহী হলে (হোক সেটা ভালো কিছু) বাঁধা চলে আসে। ধর্মীয় অধিকার কিংবা অংশীদারিত্বের কথা বললে তা আরো দ্রুত চাপা পড়ে যায়। ছোট একটা উদাহরণ যদি দেই- রাসূলুল্লাহ সাঃ ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে নারীদের জোর তাগিদ দিয়েছেন, অন্তত দোয়ায় শামিল হলেও তাদের ঈদগাহে আসতে বলেছেন (বুখারী, দুই-ঈদ অধ্যায়, হাদিস নং: ৯৭১, ৯৭৪, ৯৮০, ৯৮১)। কিছু অনেক পরিবার ধর্মীয় অজ্ঞতার কারণে বলে- মেয়েদের আবার ঈদের নামাজ আছে নাকি? কিংবা জানা থাকলেও বাড়ির  মহিলারা যখন পরিবারের পুরুষদের সাথে ঈদগাহে যেতে আগ্রহী হয় তখন – “কি দরকার তোমার যাওয়ার”- এটা বলে একটা কল্যাণকর কাজে তাদের অনাগ্রহী করে ফেলা হয়। যেমনটা উচিত নয়। এদিকে অনেক নারী-পুরুষদের দেখা যায় নারীমুক্তি বা নারী স্বাধীনতা নিয়ে বললেও  জাতির কল্যাণমুখী কাজে ইসলাম যখন নারীদের অংশীদারিত্ব  নিশ্চিত  করে সেই ক্ষেত্রে তারা চুপ হয়ে যায়। ফলে সেটা নিয়ে কোনো প্রচার হয় না।  তাই জেঁকে বসা সামাজিক কুপ্রথার বিপরীতে ধর্মীয় সৌন্দর্যকে প্রতিষ্ঠিত করতে আশা করি- আমাদের ভাইরা তাদের পরিবারের মহিলা সদস্যদের  ঈদগাহে যাওয়ার প্রতি তাগিদ দেয়ার পাশাপাশি তারা যেতে চাইলে তাদের একসাথে নিয়ে বের হবেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন