ধর্ম ও গবেষনা

লাইলাতুল ক্বদরের আলামত

লাইলাতুল ক্বদরের আলামত
১) লাইলাতুল ক্বদরের রাত হবে সাদা ও ঝলমলে, নির্মল ও নিথর ,তাতে থাকবে চন্দ্রকিরণের ছটা। {সাদা ও ঝলমলে বলার কারনঃ ওলামায়ে কেরাম এ সম্পর্কে বলেনঃ ফেরেশতাগন আসমানে বিচরণ করতে থাকেন, ফলে তাদের নুর ও পাখা কিরণে আড়াল হয়। {শারহুন নববী আলা মুসলিম -৮/৬৫} ২) রাতটি হবে নাতিশীতোষ্ণ, মৃদুমন্দ বায়ু সম্মিলিত ও অপেক্ষাকৃত আরামদায়ক । ৩) ঐ রাতে সকাল পর্যন্ত শয়তানের প্রতি তারকা নিক্ষেপ করা হবে না। {মুসলিম -৭৬২ ; আহমদ ৫/৩২৪; ইবনে খুযাইমাহ -২১৯০; দুররে মনসুর , বায়হাকী} ৪) ঐ রাতে আকাশে মেঘের সঞ্চার হয়ে বৃষ্টি হতে পারে। {সহীহ বুখারী- ৬৬৯, ২০১৮; মুসলিম - ১১৬৭ , মিশকাত} ৫) এ রাত হচ্ছে সাতাশ অথবা ঊনত্রিশের রাত সে রাতে কঙ্করের চেয়ে অধিক সংখ্যায় ফেরেশতাদের পৃথিবীতে আগমন ঘটে। {আহমদ -২/৫১৯, ১০৭৩৪; ইবনে খুযাইমাহ - ২১৯৪; তায়ালিসি-২৬৫৯; সিলসিলাতুল আহাদীসিস সহীহাহ-২২০৫;} ৬) সেদিন সকালে শুভ্রতা নিয়ে সূর্য উদিত হবে রুপালী পূর্ণিমার চাঁদের আকারে তবে কিরণবিহীন বা আবছা কিরণসহ, যেন তার আলো মুছে দেয়া হয়েছে। {মুসলিম-৭৬২ ; ইবনে হিব্বান-৩৬৯০; ইবনে খুযাইমাহ- ২১৯২; আহমদ-১/৪০৬, ৫/১৩০ ; দুররে মনসুর, বায়হাকী , ইবন আবি শায়বাহ ২/২৫০} ৭) আল্লাহ্‌ তায়আলা ঐ দিনের সূর্যোদয়ের সাথে শয়তানের আত্মপ্রকাশ ঘটাবেন না। {আহমদ -৫/৩২৪; ইবনে হিব্বান-৩৬৮৮; ইবনে খুযাইমাহ-২১৯০; দুররে মনসুর, বায়হাকী}। সূত্রঃ ইন্টারনেট।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন