ধর্ম ও গবেষনা

ইসরাঈলীদের অত্যাচার

ইসরাঈলীদের অত্যাচার
ইসরাঈলীদের নির্যাতন ও অত্যাচার ফিলিস্তিনিদের ওপর দিন দিন বেড়েই চলছে ।এই নির্যাতন এবং নীপিড়ন এর মাত্রা এতই বেড়ে চলছে , আমাদের এক ফিলিস্তিন বোন বাচ্চা পেটে নিয়ে গুলিবিদ্ধ হন , গুলিবিদ্ধ অবস্থায় নিজের নারীছেড়া ধন কে বাচাঁনোর জন্য হাসপাতালে যেয়ে ডাক্তারের সাহায্য চায় । এরপর তিনি মারা যায় ,তার সাথে সাথে সিজার করা হয় ,কিন্তু দেখা যায় ,তার শিশুটির বুক ঝাঝরা হয়ে যায় গুলিতে । এই ছবিটি দেখে সবারই একটু হলেও খারাপ লাগবে । ফিলিস্তিনের গাজা উপত্যাকার সরকারি হাসপাতাল গুলোতে ,এখন ওষুধ ও প্রয়োজনীয় যন্ত্রপাতির খুবই অভাব । তাই আসুন প্রত্যেকে আমরা অল্প পরিমান হলেও কিছু অনুদান দেই । বাংলাদেশে ফিলিস্তিনের এম্বাসিডার এর ঠিকানাঃ CES (C) #4, Road #118, Gulshan Model Town,Dhaka. Telephone: 9893895-6, Fax: 8823517 এবং রেড ক্রিসেন্ট এ ও অনুদান দিতে পারেনঃ Address: National Headquarters 684-686 Bara Maghbazar Dhaka 1217 Postal Address G.P.O. Box 579, Dhaka Contact Information Tel: (880) (2) 8319366/ 9330188 / 9330189 / 9350399/ 8314701/ 9352226 Fax: (880) (2) 8311908 / 9352303 Telex: 632232 BDRC BJ Telegram: RED CRESCENT DHAKA তাদের সাথে যোগাযোগ করে বিকাশ নম্বরটি জেনে নিবেন ।সাহায্য না করি শেয়ারতো করতে পারি ?মুসলমান ভাই ও বোনেরা ? আমরাই পারি তাদের নির্যাতন রুখতে ।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন