বিবিধ

সূর্য না ডোবার দেশে রোজা

সূর্য না ডোবার দেশে রোজা
হাস্যোজ্জ্বল জনাব ইদ্রিস আব্দুল ওয়াহাব, মধ্যরাতের পাঁচ ঘণ্টা পূর্বে। ঢাকা: পৃথিবীর উত্তর গোলার্ধের নিকটবর্তী সুইডেনের কিরুনা অঞ্চলে গিয়ে দেখা গেল, সেখানে বসবাসরত প্রবাসী ইসলাম ধর্মাবলম্বীরা নিজ দেশের মতই রোজা রেখে চলেছেন। কিন্তু বিচিত্র ব্যাপার হলো, দিন রাতের হিসেব সেখানে শাস্ত্রসিদ্ধ নয়, অর্থাৎ চাইলেই সূর্য ডোবার সময় কেউ ইফতার করতে পারেন না, কিংবা সূর্য ওঠার কিছু আগে সেহরি। কেননা, পৃথিবীর মধ্যভাগের সঙ্গে এসব মেরুঘেঁষা অঞ্চলের সূর্য ওঠা বা ডোবা বিষয়টির তেমন কোন মিল নেই। কিরুনায় এখন ২৪ ঘণ্টাই দিবা ভাগ। মধ্যরাত, সেহেরী খাওয়ার পূর্ব মুহূর্ত।         ইরিত্রিয়ার নারীত্রয়, হাওয়া, কাবিলা ও আলিয়া, ইফতারের পূর্বমুহূর্তে।   আরও একটি ইফতারের দৃশ্য।   ইফতার করছেন ফাতিমা কানিজ, পুরি গুল দুই বেলুচ নারী। বাইরে তখন ভর দুপুর।   প্রবীণা পুরি গুল। মাগরিবের নামাজ আদায় করছেন।   ইরিত্রীয় নারী হাওয়া ফিদেল। এশার নামাজ আদায় করবেন। দেশের তারাবিহর নামাজের কথা খুব মনে পড়ে তার।   মাহমুদ ওমর, ইরিত্রীয়। রোজার সময় দীর্ঘ দিবসে খিদে পায় ভীষণ। ঠাণ্ডা আবহাওয়ার কারণে তৃষ্ণা ততটা নয়।   কাতারভিত্তিক বার্তাসংস্থা আল জাজিরা অবলম্বনে।  

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ