ধর্ম ও গবেষনা

পরীক্ষা

পরীক্ষা
আল্লাহ সুবহানাল্লাহতায়ালা নাকি তার প্রিয় বান্দাদেরকেই সবচাইতে কঠিন পরীক্ষায় ফেলেন। কথাটা মনে হলে মাঝে মাঝে ভয় পাই, এই যে নিষ্কন্টক জীবন (আলহামদুলিল্লাহ), কিন্তু কোনদিন পরীক্ষা যদি দিতেই হয়, বিশ্বাস ধরে রাখতে পারবো তো? একটা মেয়ে, দীর্ঘদিন ধরে অপেক্ষা আর অনেক অনেক সাধ্য সাধনার পর গর্ভধারণ করল। শুরু থেকেই নানান জটিলতা। ভয়ে ভয়ে প্রতিটা দিন পার হচ্ছে, আল্লাহকে ডেকে, প্রতিটা মুহূর্ত। বারবার হস্পিটালে যাওয়া, হাজারো পরীক্ষা-নিরীক্ষা, আতঙ্কময় মুহূর্ত। অতিকষ্টে একটুখানি খাবার গিলে আবার বমি করে সব বের করে দেওয়া। এভাবে বিপদজনক সময়টুকু প্রায় পার হয়ে এলো। স্বপ্ন দেখতে শুরু করল ভবিষ্যত বাবা-মা। ছোট্ট টুপি, তুলতুলে মাখনের মত জুতা, ছোট্ট কম্বল। ফোমের পুতুল। একেবারে শেষ সময়ে এসে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। আল্লাহপাক শিশুটিকে নিয়ে গেলেন তার কাছে। ওই মুহূর্তেও যে আলহামদুলিল্লাহ বলতে পেরেছে, তাকে সত্যি হিংসা হয় তার ঈমানের গভীরতার জন্যে। একজন নিতান্ত নিরীহ সংসারী মানুষ। তাকে ফাসিয়ে দেওয়া হল মিথ্যা খু...ের মামলায়। বিরোধীপক্ষ অনেক প্রভাবশালী, বৈধ পথে কিছু সমাধান সম্ভব নয়। ধরা দিলেও প্রাননাশের আশংকা। শুরূ হল ফেরারী জীবন। খোলা আকাশের নিচে, মাঝনদীতে নৌকায় রাত কাটানো। আপনজনের সাথে দেখা নেই মাসের পর মাস। প্রতিটি সদস্যের দিন কাটে চরম আতঙ্কে, এই বুঝি একটা খারাপ খবর এলো। এই মুহূর্ত গুলিতেও একবার যে আল্লাহর স্মরন থেকে বিচ্যুত হয়নি, তার প্রতি সত্যি সম্মান আসে। অসম্ভব মেধাবী, চমৎকার রেজাল্টধারী একজন, অনেক আশা বুকে বেধে প্রবাসে পাড়ি জমাল। নানা কারনে তার কাজগুলো ক্লিক করল না। জীবনের সোনালী সময়গুলো চলে গেল কোন অর্জন ছাড়াই। হতাশায় ডুবে না গিয়ে ওই অবস্থায় যে আলহামদুলিল্লাহ বলতে পারে, তার কাছে অনেক কিছু শেখার আছে। এই পরীক্ষাগুলিতে সফলভাবে উত্তীর্ণ হতে দেখছি আশেপাশের কিছু মানুষকে। আল্লাহ যেনো আমাকে উনাদের মত বিশ্বাসী হবার তাওফীক দেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)