ধর্ম ও গবেষনা

নারীর জ্ঞান ও ফিকহ

নারীর জ্ঞান ও ফিকহ
পূর্ববর্তী কোন এক নারী পাহাড়ে উঠতেছিল । তখন তার স্বামী বলল- তুমি যদি আর এক পা সামনে আগাও  তাহলে তুমি তালাক,এক পা পেছনে আসলেও তালাক, স্থির থাকলেও তালাক ! তখন মেয়েটি পা পিছলে গড়িয়ে গিয়ে মাটিতে পড়ল এবং ঐ ব্যক্তির স্ত্রী হিসেবে রয়ে গেল ! কি অসাধারণ ফিকহ(Understanding) ছিল তার মাঝে। আসলে আগের দিনের মেয়েদের এরকম শিক্ষিত ছিল বলেই তারা অনেক শ্রদ্ধার পাত্রও ছিল। মা আয়েশা রা ছিলেন আরবের সেরা একজন ইতিহাসবিদ, একজন চিকিতস্ক এবং এ একজন ফ্যামিলি এক্সপার্ট !!! কিন্তু আজ জ্ঞানের স্বল্পতার কারনে কি অবস্থাটাই না হচ্ছে !!! বিশেষত ফেইসবুকে প্রায়ই দেখা যায়--ইস্লামিক দাঈ কিন্তু আচার-আচরণে ইস্লামের ছায়া কমই আসে...এটা ইসলামের প্রকৃত জ্ঞানের অভাব, তাকওয়ার অভাব , অভাব আমাদের আদাব শিক্ষার।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)