বিবিধ

আমার সোনার বাংলা............।

আমার সোনার বাংলা............।
10169275_1436993139877639_975396100_n আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি, আসলে আমরা আমাদের দেশটাকে মায়ের থেকে বেশি ভালবাসি, যদি নাই ভালবাসতাম তাহলে লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে আমদের এইদেশ আমাদের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতাকামী মানুষ স্বাধীন করতো না। কিন্তু এখন ভাবতে অবাক লাগে যখন দেখি শুধুমাত্র রাজনৈতিক মতপার্থক্যের কারনে একে অন্যের উপর গুলি চালাই, জাতীর বিভেকের কাছে আমার প্রশ্ন মহান মুক্তিযোদ্ধারা এই জন্যই কি আমাদের দেশটা স্বাধীন করেছিল? যেই দেশের ৮৫% মুসলিম সেই দেশের মানুষ কেন দূর্নীতি করে? ইসলাম হচ্ছে শান্তির ধর্ম কিন্তু আমাদের দেশে শান্তি নাই কেন? শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানী কেন? নারীরা সমাজে অবহেলিত কেন? নারীদের অধিকার নিয়ে খেলা কেন? সব মত, দল, ধর্ম বর্ণের ভেদাভেদ কেন? যোগ্যতা থাকা স্বত্ত্বেও চাকুরী করতে হলে মামা খালু লাগবে কেন? সব প্রশ্নের উত্তর একটাই, পরকালের ভয় নাই, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলামে আছে ধনী, গরীব,নারী সবার অধিকার, আর ইসলামের মূল হচ্ছে নামাজ, নামাজ সকল প্রকার পাপ থেকে দুরে রাখে, তাই আসুন বন্ধুরা যখন যেখানে যে কাজেই থাকি না কেন সবাই মিলে নামাজ কায়েম করি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ