ধর্ম ও গবেষনা
আসুন জেনে নিই মহাগ্রন্থ আলকুরআন এর ১১৪টি সূরার সবগুলোর নাম এবং অর্থ।

কুরআন শরীফ এর ১১৪টি সূরার সবগুলোর নাম এবং অর্থ ০১. ফাতিহা -সূচনা ০২. বাক্বারাহ -গাভী ০৩ আলে ইমরান -ইমরানের পরিবার ০৪. নিসা -নারীজাতি ০৫. মায়িদাহ -খাদ্যপরিবেশিত টেবিল ০৬. আন'আম -গৃহপালিত পশু ০৭ আ'রাফ -উচ্চস্থানসমূহ ০৮. আনফাল -যুদ্ধলব্ধ সম্পদ ০৯. তাওবা -অনুশোচনা ১০. ইউনূস -একজন নবীর নাম ১১. হুদ - একজন নবীর নাম ১২. ইউসুফ - একজন নবীর নাম ১৩ রা'দ - বজ্রনাদ ১৪. ইব্রাহীম - একজন নবীর নাম ১৫. হিজর -পাথুরে পাহাড় ১৬. নাহল -মৌমাছি ১৭. বনী ইসরাইল - ইসরাইলের বংশধর/ ইহুদী জাতি ১৮. কাহফ -গুহা ১৯. মারইয়াম - ঈসা (আ) এর মাতার নাম ২০. ত্ব-হা - দুটি আরবি হরফ ২১. আম্বিয়া -নবীগণ ২২ হজ্জ - মহাসম্মেলন ২৩. মু'মিনুন -বিশ্বাসীগণ ২৪. নূর - জ্যোতি ২৫. ফুরক্বান -পার্থক্যকারী ২৬. শু'আরা -কবিগণ ২৭. নামল -পিপীলিকা ২৮ ক্বাসাস - কাহিনী ২৯. আনকাবূত -মাকড়সা ৩০. রূম - রোমান জাতি ৩১. লুকমান - একজন নবীর নাম ৩২. সাজদাহ -সিজদা ৩৩. আহযাব -সংযুক্ত শক্তিসমূহ ৩৪ সাবা - একটি নগরের নাম ৩৫. ফাতির -আদিস্রষ্টা ৩৬. ইয়াসিন - দুটি আরবি হরফ ৩৭. সাফ্ফাত -সারিবদ্ধভাবে দাঁড়ানো ৩৮. সোয়াদ - একটি আরবি হরফ ৩৯ যুমার - দলবদ্ধ জনতা ৪০. মুমিন -বিশ্বাসী ৪১. ফুসসিলাত (হামীম সিজদাহ) -সুস্পষ্ট বিবরণ ৪২. শূরা -পরামর্শ ৪৩ যুখরূফ -স্বর্ণালংকার ৪৪. দুখান -ধোঁয়া ৪৫. জাছিয়াহ -নতজানু ৪৬. আহক্বাফ -বালুর পাহাড় ৪৭. মুহাম্মদ -সর্বশেষ নবী ও রাসূলের নাম ৪৮. ফাত্হ -বিজয় ৪৯. হুজুরাত -বাসগৃহসমূহ ৫০. ক্বাফ -একটি আরবি হরফ ৫১. যারিয়াত -বিক্ষেপকারী ৫২. তূর - পর্বত ৫৩ নাজম - তারকা ৫৪. ক্বামার -চাঁদ ৫৫. আর-রাহমান -পরম করুণাময় ৫৬. ওয়াক্বিয়া -অবশ্যম্ভাবী ৫৭. হাদীদ -লৌহ ৫৮. মুজাদিলাহ -অনুযোগকারী নারী ৫৯ হাশর -মহাসমাবেশ ৬০. মুমতাহানা - পরীক্ষাসাপেক্ষ নারী ৬১. সাফ -সারিবদ্ধ সৈন্যদল ৬২. জুমুআহ -সম্মেলন ৬৩. মুনাফিকুন -ভণ্ড ৬৪ তাগাবুন -মোহ অপসারণ ৬৫. তালাক - বিচ্ছেদ ৬৬. তাহরীম -নিষিদ্ধকরণ ৬৭. মূলক -সার্বভৌম কর্তৃত্ব ৬৮. ক্বালাম -কলম ৬৯. হাক্ক্বাহ -নিশ্চিত সত্য ৭০ মা'আরিজ -উন্নয়নের সোপান ৭১. নূহ -একজন নবীর নাম ৭২. জ্বিন -জ্বিনজাতি ৭৩. মুযযাম্মিল -বস্ত্রাচ্ছাদনকারী ৭৪. মুদাসসির -পোশাক পরিহিত ৭৫ ক্বিয়ামাহ -পুনরুত্থান ৭৬. ইনসান -মানবজাতি ৭৭. মুরসালাত -প্রেরিত পুরুষগণ ৭৮. নাবা -মহাসংবাদ ৭৯. নাযিয়াত -প্রচেষ্টাকারী ৮০. 'আবাসা -তিনি ভ্রুকুটি করলেন ৮১ তাকবীর -অন্ধকারাচ্ছন্ন ৮২. ইনফিত্বার -বিদীর্ণ করণ ৮৩. মুতাফ্ফিফীন -প্রবঞ্চনা করা ৮৪. ইনশিক্বাক্ব -চূর্ণবিচূর্ণ করণ ৮৫. বুরূজ -নক্ষত্রপুঞ্জ ৮৬. ত্বারিক্ব -রাতের আগন্তুক ৮৭ আ'লা -সর্বোন্নত ৮৮. গ্বাশিয়াহ্ -বিহ্বলকারী ঘটনা ৮৯. ফাজর -ভোর ৯০. বালাদ -নগর ৯১. শামস -সূর্য ৯২. লাইল -রাত্রি ৯৩ দ্বোহা -পূর্বাহ্ন ৯৪. ইনশিরাহ -প্রশস্তকরণ ৯৫. তীন -ডুমুরজাতীয় ফল ৯৬. আলাক -রক্তপিণ্ড ৯৭. ক্বদর -মহিমান্বিত ৯৮. বাইয়্যিনাহ -সুস্পষ্ট প্রমাণ ৯৯. যিলযাল -ভূকম্পন ১০০. আদিয়াত -অভিযাত্রী ১০১. ক্বারি'আহ -মহাপ্রলয় ১০২ তাকাছুর -প্রাচুর্যের প্রতিযোগিতা ১০৩. 'আসর -বিকালবেলা ১০৪ হুমাযাহ -পরনিন্দাকারী ১০৫. ফীল -হাতি ১০৬. ক্বুরাইশ -একটি গোত্রের নাম ১০৭. মা'ঊন -ছোটখাট সাহায্য সহযোগিতা ১০৮. কাওসার -প্রাচুর্য ১০৯. কাফিরূন -অবিশ্বাসীগণ ১১০. নাসর -সাহায্য ১১১. লাহাব -জ্বলন্ত অঙ্গার ১১২. ইখলাস -একত্ব ১১৩. ফালাক্ব - নিশিভোর ১১৪. নাস - মানুষ
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)