অনির্ধারিত

ফ্লাসমব

ফ্লাসমব
কিছুদিন ধরে টি-টুয়েন্টি ফ্লাসমব জিনিসটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। বিশ্বকাপ উপলক্ষে একটার পর একটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা থিম সং এর সাথে ফ্লাসমব বানিয়ে যাচ্ছে এবং ইউটিউবে আপলোড করছে।পশ্চিমা কালচার থেকে ধার করা এই ফ্লাসমব সম্পর্কে আমি যত টুকু জানি এটা যে কোনো ধরনের এন্টারটেইনিং এ্যাক্ট হতে পারে।কিছু মানুষ একত্রিত হয়ে যে কোনো ব্যাপারে তাদের দক্ষতা দেখাতে পারে। স্যাটায়ার হতে পারে, আথবা কোনো মিজিকাল ইন্সট্রুমেন্ট প্লে করাও হতে পারে। নাচতেই হবে এমন কোনো কথা নেই। এই ইউনিভার্সিটির ফ্লাসমব ভালো হয়েছে তো এই ইউনিভার্সিটিরটা খারাপ হয়েছে এইসব নিয়ে আলোচনা সমালোচনারও কমতি নেই। আগ্রহের আতিশয্যে আমি ও কয়েকটা ইউনিভার্সিটির ফ্লাসমব দেখলাম। কিন্তু পুরাটা আগ্রহই মাটি হয়ে গেল। থিম সং এর সাথে কিছু ছেলেমেয়ের একত্রিত উদ্যাম নৃত্যই এই ফ্লাসমবগুলোর কন্টেন্ট। বুকের গভীর থেকে উঠে আসা দীর্ঘ নিঃশ্বাস থামিয়ে রাখতে পারলাম না। ফ্লাসমব ব্যাপারটাতে আমার আপত্তি নেই যদি না এটা অশ্লীলতাকে প্রোমোট করে। আমাদের ইউনিভার্সিটি গুলোর ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে। ধীরে ধীরে কৌশলে পশ্চিমা সংস্কৃতির এইসব আশ্লীলতা আমাদের যুবসমাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর এগুলোই সাইলেন্ট কিলারের মত আমাদের নৈতিক আধঃপতনকে তরান্বিত করছে। :cry:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
স্বপ্ন

স্বপ্ন

ঘাসফুল

২২ মার্চ ২০১৪