অনির্ধারিত

আনন্দ

আনন্দ

আমাদের সামনের বাসায় একটা পিচ্চি আছে, নাম প্রিয়তি। বয়স ৩ এর মতো হবে। তো একদিন ওই পিচ্চি ওর আম্মুর সাথে ছাদে আসলো। আমিও ছাদে ছিলাম। পিচ্চিটা ছাদে দৌড়াদৌড়ি করছিলো আর মিষ্টি মিষ্টি কথা বলছিলো। হঠাৎ দেখলাম পিচ্চি ছাদে লাগানো পাতাবাহার গাছগুলোর কাছে গিয়ে বলতেছে, আম্মু, দেখো দেখো ফুল ফুটছে, কত সুন্দর ফুল! আমি শুনে একটু অবাক হলাম, কারন টবের গাছগুলো সব পাতাবাহার ছিলো, ফুল আসবে কোথা থেকে? তাই দেখবার জন্য টবগুলোর কাছে গেলাম; দেখলাম পাতাবাহার গাছগুলোর গোড়াতে কিছু আগাছা ও ঘাসফুল জন্মেছে, ওইগুলোতেই সাদা নীল ছোট ছোট ফুল ফুটে রয়েছে। বুঝলাম, শিশুরা অত্যন্ত তুচ্ছ বিষয়গুলো থেকেও আনন্দ পায়, তাই তাদের আনন্দের অভাব হয় না। আমরা যত বড় হই, ছোট ছোট বিষয় গুলো আমাদের আর আন্দোলিত করে না, আর আমরা আনন্দস্বল্পতায় ভুগি।


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)