অনির্ধারিত

রোহিঙ্গা সমস্যা নির্মূলে দরকার আন্তর্জাতিক হস্তক্ষেপঃ তানজিলা আহমেদ

রোহিঙ্গা সমস্যা নির্মূলে দরকার আন্তর্জাতিক হস্তক্ষেপঃ তানজিলা আহমেদ
রোহিঙ্গারা হচ্ছে মায়ানমার এর আরাকান প্রদেশের জনগন যারা রোহিঙ্গা ভাষায় কথা বলে । রোহিঙ্গা এবং বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, তারা আরাকান প্রদেশের আদিবাসী, অন্যদিকে বার্মিস ঐতিহাসিকরা দাবি করছে যে মায়ানমারে ব্রিটিশ শাসনের সময় তারা বাংলা থেকে মায়ানমারে স্থানান্তরিত হয়েছে । হিউম্যান রাইটস ওয়াচ আঞ্চলিক সহিংসতার উপর তাদের প্রকাশিত এক প্রতিবেদনে মায়ানমার এর আধা-সামরিক সরকারকে ‘ইথিনিক ক্লিঙ্গিং’ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ এর জন্য অভিযুক্ত করেছে । সেখানে রোহিঙ্গা জনগণকে ‘বিশ্বের সবচেয়ে কম চাহিদাসম্পন্ন’ এবং ‘অন্যতম শোষণের শিকার’ সংখ্যালঘু বলা হয়েছে । ‘বার্মিস জাতীয়তা আইন’ পাস হবার পর তাদেরকে বার্মিস নাগরিক হিসেবে অস্বীকার করা হয় । এমনেস্টি ইন্টারন্যাশনাল এর মতে, ১৯৭৮ সালের পর থেকে সামরিক একনায়কতন্ত্রের অধীনে মানবিক অধিকার এর সংঘাতে কষ্ট পাচ্ছে, এবং তাদের অনেকেই এই কারণে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে চলে যাচ্ছে । জাতিসংগের প্রচেষ্টা সত্ত্বেও বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের বিশাল অংশ ২০১২ সালের সংঘাত এবং শোষণের কারণে ফেরত যেতে অক্ষম । ২০১৪ সালের ২৯ মার্চ বার্মিস সরকার রোহিঙ্গা শব্দটিকে নিষিদ্ধ করে এবং তাদের বাঙালি সংখ্যালঘু হিসেবে রেজিস্ট্রেশন করতে বলে । মায়ানমারে প্রায় ১.৩৩ মিলিয়ন রোহিঙ্গা আছে  কিন্তু ঐ দেশের নাগরিকত্ব আইন তাদেরকে নাগরিকত্ব দিতে অস্বীকার করে যদিও প্রকৃতপক্ষে রোহিঙ্গারা বংশানুক্রমিকভাবে মায়ানমারে বসবাস করছে । সবচেয়ে বিপদজনক হচ্ছে এই সহিংসতায় স্থানীয়, প্রাদেশিক ও জাতীয় সরকার এর সরাসরি অংশগ্রহণ । সরকার রোহিঙ্গাদের উপর মানবতার বিরুদ্ধে শোষণমূলক অপরাধে অভিযুক্ত হয়েছে এবং রোহিঙ্গারা ক্রমান্বয়ে নির্মূলীকরণের নিরব শিকারে পরিণত হচ্ছে । আমরা দেখছি এমনেস্টি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলো বলছে মায়ানমার সরকার ‘স্টেট ফান্ডালিজম’ এর অনুশীলন করে যাচ্ছে , এবং রোহিঙ্গা জনগন সরকার এর দ্বারা ‘ইথনিক ক্লিঙ্গিং’ এর শিকার হচ্ছে কিন্তু, এই আন্তর্জাতিক সংগঠনগুলো এই অমানবিক কর্মকাণ্ড দূর করার জন্য সামনে এগিয়ে আসছে না । [গত ২৭জুন, ২০১৫ তারিখে Young Economists’ Association (YEA) আয়োজিত পাবলিক লেকচার ৮ এর commentary section  য়ে তানজিলা এর দেওয়া বক্তৃতার লিখিত রূপের বাংলা অনুবাদ] The Rohingya are the people from the Arakan Province, Myanmar, who speak the Rohingya language. According to Rohingya and some international scholars, they are indigenous to Arakan Province, while the Burmese historians claim that they migrated to Myanmar from Bengal primarily during the period of British rule in Myanmar. Myanmar's quasi-civilian government has been hit by allegations of "ethnic cleansing" & "crimes against humanity" this week as Human Rights Watch (HRW) released its report into sectarian violence. The Rohingya people have been described as "world's least wanted" & "one of the world's most persecuted minorities". They have been denied Burmese citizenship since the Burmese nationality law was enacted. According to Amnesty International the Rohingya have suffered from human rights violations under the military dictatorship since 1978, and many have fled to to neighbouring Bangladesh as a result. Despite earlier efforts by the UN, the vast majority of Rohingya refugees in Bangladesh are unable to return due to the 2012 communal violence & fear of persecution. On 29th March 2014, the Burmese government banned the word "Rohingya" & asked for registration of the minority as "Bengalis". There are approximately 1.33 million Rohingya in Myanmar but the country's 1982 Citizenship Law denies them citizenship in spite of the fact that Rohingya have lived in Myanmar for generations. Most alarming is the direct involvement of the local, state & national government in the violence. The government has been accused of implementing the crime against humanity of persecution against the Rohingya & Rohingya are increasingly considered to be targets of potential acts of genocide. We can see that Amnesty International & other international organizations said that the Myanmar government is practicing state fundalism & the rohingya people are affected by ethnic cleansing by the government but the international organizations are not coming forward to eliminate these inhuman acts.

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)