মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)

হঠাৎ ছুটি দরকার হলে

হঠাৎ ছুটি দরকার হলে
আপনার চাকরিটা ভালোই যাচ্ছে। অফিসে কাজের চাপও ভালো সামলে নিতে অভ্যস্ত আপনি। খুব প্রয়োজন না হলে ছুটি নেন না আপনি। কিংবা যখন-তখন ছুটি নিয়ে থাকেন অফিস থেকে। এর মাঝেও হুট করে যদি আবার ছুটির প্রয়োজন হয়ে পড়ে তখন ছুটি না নিয়ে অফিস থেকে বের হবেন না। * যদি আপনার ছুটিটা অফিসে আসার আগেই প্রয়োজন হয়ে পড়ে তবে অন্তত ফোনে জানিয়ে দিন বস কিংবা কোনো সহকর্মীকে। * পারলে বিষয়টা আপনার বসকে খুলে বলুন। পারিবারিক প্রয়োজনে হুটহাট ছুটি দরকার হয়ে পড়ে। সেটা আপনার বস নিজেও ভালো করে জানেন। তাই বসের কাছে খুলে বলাটায় শঙ্কাবোধ করবেন না। * কাউকেই জানানো সম্ভব না হয় তবে অন্তত একটা মেইল করে রাখু... বসকে। অসুস্থ কিংবা মৃত্যুঘটিত কারণে যদি আপনি অফিসে আসতে না পারেন এবং আপনার এই বিপদের কথাটা যদি অফিসের বসসহ অন্যরা হজম করতে না পারে তবে মন খারাপ না করে এই থেকে সহজে সহকর্মীদের মনমানসিকতা যাচাই করে নিন। মানুষ প্রতিনিয়ত সমস্যা বুক পকেটে নিয়ে হাঁটে। তাই যে কোনো সময়ে বিপদে পড়তেই পারেন। তাই ছুটির কথাটাও মাথায় রাখবেন। -পান্থ বিহোস সূত্র: সমকাল

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)