এক বাদশার একটি বাগান ছিল।
বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট। বাদশাহ একজন
লোককে ডাকলেন। তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন, আমার
এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমুল নিয়ে আস।
তুমি যদি ঝুঁড়ি ভরে ফল আনতে পার আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হল, বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না। লোকটি মনে করলো এটা তো কোন কঠিন কাজ নয়। সে এক
দরজা দিয়ে বাগানে প্রবেশ করল। দেখল, গাছে গাছে ফল পেকে আছে।
নানা জাতের সুন্দর সুন্দর ফল। কিন্তু এগুলো তার পছন্দ হল না।
সে বাগানের সামনের অংশে গেল।এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ
হল। কিন্তু সে ভাবল আচ্ছা থাক সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়ত
আরো উন্নত ফল পাব, সেখান থেকেই ফলনিয়ে ঝুঁড়ি ভরব।
সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল
পেল। এখানে এ সে তার মনে হল এখান থেকে কিছু ফল ছিড়ে নেই। কিন্তু
পরক্ষণে ভাবতে লাগলো যে সবচেয়ে ভা ফলই ঝুড়িতে নিবে। তাই
সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করল।সে এখানে এসে দেখল ফলের কোন চিহ্ন ই নেই। অতএব সে আফসোস করতে লাগল আর বলতে লাগল, হায় আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকত না। আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাব। ঘটনা বর্ণনা করার পর শায়েখ গজালি (রহ:) বলেন, বন্ধুগণ, বাদশাহ
হলেন আল্লাহ, আর বাগানে প্রবেশ কারি লোকটি হল তুমি। আর
ঝুড়ি দ্বারা উদ্দেশ্য হল তোমার আমলনামা। আর বাগান দ্বারা
উদ্দেশ্য হল তোমার জীবন। বাগানের বিভিন্ন অংশ তোমার জীবনের বিভিন্ন
ধাপ। আর তোমাকে নেক কাজের ফল ছিড়তে বলা হয়েছে, কিন্তু
তুমি প্রতিদিনই ভাব, আগামী কালথেকে ফল ছেড়া আরম্ভ করব।
আগামী দিন আগামী দিনকরতে করতে তোমার জীবনে আর
আগামী দিন আসবে না। এভাবেইতুমি রিক্ত হস্তে মাওলার
সামনে হাজির হবে।
ধর্ম ও গবেষনা
ফেসবুকের গল্পঃ আমরা কি পরকালের জন্য প্রস্তুত?
ব্লগটি লিখেছেন: osi
| ১৬ মে ২০১৫
এক বাদশার একটি বাগান ছিল।
বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট। বাদশাহ একজন
লোককে ডাকলেন। তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন, আমার
এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমুল নিয়ে আস।
তুমি যদি ঝুঁড়ি ভরে ফল আনতে পার আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হল, বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না। লোকটি মনে করলো এটা তো কোন কঠিন কাজ নয়। সে এক
দরজা দিয়ে বাগানে প্রবেশ করল। দেখল, গাছে গাছে ফল পেকে আছে।
নানা জাতের সুন্দর সুন্দর ফল। কিন্তু এগুলো তার পছন্দ হল না।
সে বাগানের সামনের অংশে গেল।এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ
হল। কিন্তু সে ভাবল আচ্ছা থাক সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়ত
আরো উন্নত ফল পাব, সেখান থেকেই ফলনিয়ে ঝুঁড়ি ভরব।
সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল
পেল। এখানে এ সে তার মনে হল এখান থেকে কিছু ফল ছিড়ে নেই। কিন্তু
পরক্ষণে ভাবতে লাগলো যে সবচেয়ে ভা ফলই ঝুড়িতে নিবে। তাই
সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করল।সে এখানে এসে দেখল ফলের কোন চিহ্ন ই নেই। অতএব সে আফসোস করতে লাগল আর বলতে লাগল, হায় আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকত না। আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাব। ঘটনা বর্ণনা করার পর শায়েখ গজালি (রহ:) বলেন, বন্ধুগণ, বাদশাহ
হলেন আল্লাহ, আর বাগানে প্রবেশ কারি লোকটি হল তুমি। আর
ঝুড়ি দ্বারা উদ্দেশ্য হল তোমার আমলনামা। আর বাগান দ্বারা
উদ্দেশ্য হল তোমার জীবন। বাগানের বিভিন্ন অংশ তোমার জীবনের বিভিন্ন
ধাপ। আর তোমাকে নেক কাজের ফল ছিড়তে বলা হয়েছে, কিন্তু
তুমি প্রতিদিনই ভাব, আগামী কালথেকে ফল ছেড়া আরম্ভ করব।
আগামী দিন আগামী দিনকরতে করতে তোমার জীবনে আর
আগামী দিন আসবে না। এভাবেইতুমি রিক্ত হস্তে মাওলার
সামনে হাজির হবে।
সকল বিভাগসমুহ:
- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ(১৩)
- সাহিত্য(৩৮৬)
- উৎসব(০)
- পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )(১৩৪)
- মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)(১৩৩)
- উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)(১৭০)
- অনির্ধারিত(১৫৪)
- ইতিহাসের পাতা থেকে(১৭)
- নোটিশ বোর্ড(৬)
- বিবিধ(৩২৪)
- রান্নাবান্না(১০৪)
- ফিল্ম ও মিডিয়া(২১)
- ধর্ম ও গবেষনা(১০৬)
- অনুবাদ(১৬)
- ইন্টারন্যাশনাল উইমেন(৪০)
- বই পরিচিতি/বই রিভিউ(১৭)
- নিউজ(০)
- অপরাজিতা(০)
- নোটিশ বোর্ড(০)
- তথ্যচিত্র(০)
জনপ্রিয় ব্লগসমুহ:
-
গল্প হলেও সত্যি (শেষ পর্ব)
১২ সেপ্টেম্বার ২০১৯ভিউ হয়েছে: 1809 -
So, if you wishing...
১৫ মার্চ ২০২৩ভিউ হয়েছে: 1707 -
নারী ও পুরুষ হোক পরস্পরের সহযোগী
১৭ জানুয়ারী ২০২১ভিউ হয়েছে: 1550 -
চন্দ্রগ্রহণে চন্দ্রাহত জীবন
৪ ফেব্রুয়ারী ২০২৩ভিউ হয়েছে: 1545 -
এটা কিসের ব্লগ?
১০ মার্চ ২০১৪ভিউ হয়েছে: 1499
অনলাইনে আছেন:
সম্পর্কিত ব্লগ
"তুমি মর কারো ঠেলায়,কেউ-বা মরে তোমার চাপে''
অর্ফিয়ুস
২১ সেপ্টেম্বার ২০২০
প্রাণ খুলে চাই তাঁর কাছে
নীলজোসনা
২ এপ্রিল ২০২০
আমাদের ভুলে, আটকানো জটা সময়ের
নীলজোসনা
১৫ জানুয়ারী ২০২০
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
কেন এই নারী দিবস
ওসি সাহেব
৮ মার্চ ২০১৭
রোকেয়ার শিক্ষা ও আজকের নারী
ওসি সাহেব
৯ জানুয়ারী ২০১৭
ভূস্বর্গ রাঙামাটি ভ্রমণ
ওসি সাহেব
২৩ ডিসেম্বার ২০১৬
৯ জেলার দায়িত্ব এখন নারীর হাতে
ওসি সাহেব
২৬ আগষ্ট ২০১৬
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)