অনির্ধারিত

সম্পর্ক

সম্পর্ক
বিয়ে এবং স্বামী-স্ত্রীর সম্পর্ক অনেক পবিত্র একটি বন্ধন ও বিশ্বস্ত সম্পর্ক।শত কঠিন ঝড় জাপ্টায়ও এ বন্ধন অটুট থাকে।নানা সমস্যায় জর্জরিত হলেও একটু মানিয়ে নিয়ে বা সমস্যার সমাধান করে continue করে নেওয়া যায়।এইটা এতো টুনকো নয় যে তাসের ঘরের মতো হুড়মুর করে ভেঙ্গে পড়বে।অবশ্য কেউ যদি শুধু মাত্র যৌন চাহিদা পূরণের আশায় এই সম্পর্ক করে সেটা প্রেম-ভালোবাসা হোক বা বিয়ে হোক ঝড়জাপ্টা দূরে থাক সামান্য ফুঁ তেই বিলীন হয়ে যাবে...!!এই সম্পর্ক অনেক ত্যাগ আর কষ্টের বিনিময়ে তিল তিল করে stablished করতে হয়।সহজেই সব কিছু ধরা দেয়না।আমাদের দেশের তথা বাঙ্গালী নারীরা এভাবেই সুখের সংসার গড়ে তোলে।শুধু যদি যৌন চাহিদা মেটানোয় এই সম্পর্কের উদ্দেশ্য হয় তাহলে আজ লক্ষ লক্ষ প্রবাসির স্ত্রীদের কি হতো আল্লাহই জানে!! আমিতো অন্যান্য শ্রেণীর নারীদের চেয়ে এদের ত্যাগ কেই বেশী সম্মান করি।এদের প্রতি সহানুভূতিটাই বেশী।পৃথিবীতে ভালো খারাপ দুটাই আছে কিন্তু আমি মনে করি ভালোর সংখ্যাটায় অনেক বেশী।ওই কিছু খারাপের দায়ভার টা আবার ভালোদের বেলায় চাপানো ঠিক নয়।এরা সম্পর্ক কি বুঝে,বন্ধন কি বুঝে আর সংসারই বা কি বুঝে?ভালো লাগল আসলো আর কিছুদিন থেকে ভাল লাগলোনা আবার চলে গেল!!সবাই যদি এইরকম intension এর হতো তাহলে আমাদের দেশে যুগের পর যুগ নারীরা এতো সুন্দর সাজানো গোছানো সংসার করতে পারতোনা যা আমরা আবহমানকাল থেকে দেখে আসছি....।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন