অনির্ধারিত

বর্তমান পরিস্থিতি আর পুলিশি বাণিজ্য

বর্তমান পরিস্থিতি আর পুলিশি বাণিজ্য
সেদিন সন্ধ্যা ৮:৩০ এর কাছাকাছি। সারাদিন অফিস করে ক্লান্ত শরীরে বাসায় ফিরছিল আবীর। চলন্ত গাড়িতে গন্তব্যে পৌছানোর একটু আগেই দুইটা ককটেল বিষ্ফোরনের শব্দ শুনতে পেল।গাড়ি ওয়ালা আর যাবেনা বলে সব যাত্রীদের নামিয়ে দিল।আবীর নেমে হাঁটা দিল,হঠাৎ কিছু বুঝার আগেই ২জন পুলিশ তার পথ আগলে দাঁড়ালো এবং তাকে জিঙ্গাসাবাদ শুরু করল কি নাম? কোথা থেকে আসতেছে ইত্যাদি।সব কিছু বলার পরও তাদের মন ভরলনা।আসলে তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন।শেষমেষ আবীর কে আরেকজন অফিসারের কাছে নিয়ে গেল।ঐ অফিসার আবীর কে অকথ্য ভাষায় গালাগালি করল এবং এক পর্যায়ে হাতকড়া পড়িয়ে পুলিশের গাড়িতে তোলা হয়।গাড়ির ভিতরই চলছিল নানা হুমকি ধামকি আর দর কষাকষি অর্থাৎ ঘুষের বিনিময়ে মুক্তি।অফিসার বলল শালা ব্যাচেলর থাকস ২ দিন পর পর ঠিকানা পাল্টাস....।আবীর কি করবে বুঝতে পারছিলনা সে খুব নার্ভাস হয়ে পড়ল।সে বলল বাবা মা নিয়ে বাসায় থাকে।কিন্তুু পুলিশ তার কথা বিশ্বাস করলনা। হঠাৎ একজন তার বাসার ফোন নং খুজে। আবীরের তো কলিজা শুকিয়ে যায় কারন ঘরে তার ষ্ট্রোক করা অসুস্থ পিতা।যদি শুনে আবীরকে গ্রেফতার করা হয়েছে তাহলে....উফফ আবীর আর ভাবতে পারেনা পুলিশের জোড়াজুড়িতে একপর্যায়ে সে ফোন নং দেয়। আর আল্লাহকে ডাকে যেনো ফোনটা তার মা রিসিভ করে যিনি আবীরের বাবা প্রবাসকালীন সময়ে ছোটবেলা থেকেই চট্টগ্রাম শহরে পরিবার টা আগলে রেখেছেন।অবশেষে ফোন করে তার মাকে আনায় পুলিশ। মা আবীরের ভাইকে নিয়ে ১০ মিনিটের মধ্যে চলে আসে।আবীরের হাতে হাতকড়া দেখে মা তো মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা। কোন মতে সামলে নিয়ে পুলিশরর সাথে কথা বলে। এর ফাঁকে গাড়ির ভিতরে আরেক পুলিশ আবীরকে জড়িয়ে তার পকেটে কিছু একটা ঢুকিয়ে দিতে চায় কিন্তুু আবীরের সতর্কতার কারনে কিছু করতে পারেনি....অবশেষে ১০ হাজার টাকায় রফাদফা করে মুক্তি পেলাম রক্ষক নামের জালিমদের কাছ থেকে।আমি না হয় তাৎক্ষণিক টাকার বিনিময়ে মিথ্যা মামলা আর হয়রানি থেকে মুক্তি পেল আবীর কিন্তুু যারা অসহায় ব্যাচেলর,যাদের কোন অভিভাবক নাই,যারা ওই টাকা ম্যানেজ করতে পারেনা তাদের কপালে জুটে মিথ্যা মামলার খড়গ আর অবর্ণনীয় নির্যাতন.....এই যদি হয় রক্ষকের অবস্থা তাহলে সাধারন মানুষ কি করবে? কার কাছে যাবে?এই কয়েকজন ঘুষখোঁড় জালিম পুলিশের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টের বদনাম,কেউ পুলিশদের নির্ভরযোগ্য মনে করেনা।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন