ধর্ম ও গবেষনা

ইসলামের দাওয়াহ'র ক্ষেত্রে পসিটিভ আপ্রচ থাকা খুবি জরুরি

ইসলামের দাওয়াহ'র ক্ষেত্রে পসিটিভ আপ্রচ থাকা খুবি জরুরি
একবার এক জুতার কোম্পানি দুই অফিসারকে আফ্রিকায় পাঠাল মার্কেট রিসার্চ করার জন্য। ফিরে সে একজন রিপোর্ট দিলো - আফ্রিকায় সব লোক জংলি, তারা কেউই জুতা পড়েনা , এখানে আমাদের কোম্পানির কোনই ভবিষ্যৎ নেই। আরেকজন রিপোর্ট দিল - আফ্রিকায় আমাদের কোম্পানির জন্য বিশাল সুযোগ অপেক্ষা করছে। এখানে কারো পায়েই জুতা নেই। তাদের যদি জুতোর প্রয়োজনীয়তা বোঝান যায় , তাহলে আমরা লক্ষ জোড়া জুতা বিক্রি করতে পারবো। অনেক জ্ঞানি মুসলিম ভাইদের মাঝে দেখা যায় যে তারা এদেশের সাধারণ মুসলিমদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন। তারা কথায় কথায় বলেন এ দেশের মানুষকে দিয়ে কিছু হবেনা, এরা তাওহীদ বুঝেনা , এরা শিরক করে , এরা বিদআত করে, এরা মূর্খ ইত্যাদি। তাদের আসলে বোঝা উচিত যে এটা আসলে আমাদের , বিশেষ করে যাদের আল্লাহ সুবহানু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন , তাদের জন্য এক বিশাল সুযোগ। এটা ঠিক যে বেশির ভাগ মানুষই হক গ্রহণ করবেনা কিন্তু আপনি যদি হাজার মানুষকে দাওয়াহ দিয়ে একজন কেউ যদি হকের পথে আনতে পারেন , আপনার জন্য কি বিশাল পুরষ্কার আছে আল্লাহর পক্ষ থেকে। সবাই যদি হকের উপরেই থাকত তাহলে দাইদের/ইস্লামিস্ট দের আর দরকার কি? অনেকে আফসোস করেন ঈশ , আমরা যদি মদিনায় জন্ম গ্রহণ করতাম , অথবা ইসলাম যখন পৃথিবীতে কায়েম ছিল তখন। আমি তাদের বলি, যদি সওয়াব অর্জনের নিয়ত হয়, যদি আল্লাহ/রাসুলের জন্য নিজের সব বিলিয়ে দেবার কথা হয় , যদি ইসলামের জন্য অগ্নি পরীক্ষা দেবার উদ্দেশে হয় , আমরা আসলে এক সুবর্ণ সময়ে আছি। আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার যে তিনি আমাদের এমন এক সময়ে পাঠিয়েছেন। আল্লাহর রসুল (সঃ) বলেছিলেন - আমার উম্মাহ হল বৃষ্টির মত। আমি জানিনা তাদের প্রথমরা উত্তম না শেষের গন। আমাদের উচিত প্রত্যেক মুসলিমের প্রতি , হোকনা সে নামকাওআস্তে , ভাল ধারনা পোষণ করা এবং তাঁকে ইসলামের দাওয়াহ দিয়ে যাওয়া। হয়তো সে এখন বুঝতে চায়না বা পারছেনা , কিন্তু এমন তো হতে পারে সে হয়ত দশ বছর পরে আপনার থেকেও ভাল মুসলিম হয়ে যাবে, আল্লাহর ইচ্ছায়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআন ইল আজিম। মূল- আবু মুয়ায। সূত্র- সমকালীন ডট কম।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)