ধর্ম ও গবেষনা

পোশাক ( শিশিরের পাঠশালা)

পোশাক ( শিশিরের পাঠশালা)
শিশিরের পাঠশালা (দশম শ্রেণিতে শিশির) # শিশিরঃ এই ছেলে তুমি দাঁড়াও। # স্টুডেন্টঃ জ্বি স্যার। - মনে কর তোমার বড় ভাইয়ের জন্য পাত্রী দেখছে। কেমন পাত্রী তোমাদের পছন্দ? -- ধার্মিক, সুন্দর, নম্র, ভদ্র, শিক্ষিতা,,,,,,, - হ্যা, বস, আমাদের মুসলিম সমাজে even বাঙালী হিন্দু সমাজেও সবাই এমন একটি পাত্রীইই খুঁজবে। # শিশিরঃ এই মেয়ে তুমি দাঁড়াও, আচ্ছা তোমাদের হিন্দু ফ্যামিলিতে তোমার বৌদি যদি শার্ট, প্যান্ট পরে তবে তোমার ফ্যামিলি তা মেনে নেবে? # স্টুডেন্টঃ জ্বি না, স্যার। # শিশিরঃ তাহলে আমাদের দেশে কোন ধর্মের পরিবারই ছেলের জন্য এমন একটি মেয়ে চায় না। যার চলাফেরা পশ্চিমাদের অনুসরণে। ,,, তাহলে আমি জানতে চাই সেই পরিবার গুলোই কিভাবে নিজের মেয়ের জন্য ছেলেদের পোশাক কিনে আনে? তোমাদের পরিবার, আমদের পরিবার আদর করে ছোট বোনের জন্য, ছোট মেয়ের জন্য ছেলেদের পোশাক কিনে আনছি না? -- জি, স্যার। অনেকেই কিনছে। বিশেষ করে ছোট বাচ্চার জন্য জন্য। - তাহলে, এই বাচ্চা যদি কিছুদিন পর ঐশী হয়ে যায় সেটা কি তার অপরাধ? আমি কি চিন্তা করিনা যে আমার ছোট বোনকে, আমার মেয়েকে যে বিবাহ করে নেবে তারাও আমাদের পছন্দের মত একটি ধার্মিক, নম্র, ভদ্র, মেয়ে চায়? --,,,,,,,,,,,, (স্টুডেন্ট সবাই সাইলেন্ট) - তাহলে তোমরা আমাকে কথা দিতে পার? কেউ ছেলে হয়ে মেয়ের পোশাক এবং মেয়ের হয়ে ছেলের পোশাক কিনবেনা! -- Yes Sir. - ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)