ধর্ম ও গবেষনা
পোশাক ( শিশিরের পাঠশালা)
                                    ব্লগটি লিখেছেন: dewbd
                                    | ২০ জুলাই ২০১৪
                                
                                
                                    
                                    শিশিরের পাঠশালা
(দশম শ্রেণিতে শিশির)
# শিশিরঃ এই ছেলে তুমি দাঁড়াও।
# স্টুডেন্টঃ জ্বি স্যার।
- মনে কর তোমার বড় ভাইয়ের জন্য
পাত্রী দেখছে।
কেমন পাত্রী তোমাদের পছন্দ?
-- ধার্মিক, সুন্দর, নম্র, ভদ্র,
শিক্ষিতা,,,,,,,
- হ্যা, বস, আমাদের মুসলিম
সমাজে even বাঙালী হিন্দু
সমাজেও সবাই এমন
একটি পাত্রীইই খুঁজবে।
# শিশিরঃ এই মেয়ে তুমি দাঁড়াও,
আচ্ছা তোমাদের হিন্দু
ফ্যামিলিতে তোমার
বৌদি যদি শার্ট, প্যান্ট
পরে তবে তোমার
ফ্যামিলি তা মেনে নেবে?
# স্টুডেন্টঃ জ্বি না, স্যার।
# শিশিরঃ তাহলে আমাদের
দেশে কোন ধর্মের পরিবারই
ছেলের জন্য এমন একটি মেয়ে চায়
না। যার চলাফেরা পশ্চিমাদের
অনুসরণে।
,,, তাহলে আমি জানতে চাই সেই
পরিবার গুলোই কিভাবে নিজের
মেয়ের জন্য ছেলেদের পোশাক
কিনে আনে?
তোমাদের পরিবার, আমদের
পরিবার আদর করে ছোট বোনের
জন্য, ছোট মেয়ের জন্য ছেলেদের
পোশাক কিনে আনছি না?
-- জি, স্যার। অনেকেই কিনছে।
বিশেষ করে ছোট বাচ্চার জন্য
জন্য।
- তাহলে, এই বাচ্চা যদি কিছুদিন
পর ঐশী হয়ে যায় সেটা কি তার
অপরাধ?
আমি কি চিন্তা করিনা যে আমার
ছোট বোনকে, আমার
মেয়েকে যে বিবাহ
করে নেবে তারাও আমাদের
পছন্দের মত একটি ধার্মিক, নম্র,
ভদ্র, মেয়ে চায়?
--,,,,,,,,,,,, (স্টুডেন্ট সবাই
সাইলেন্ট)
-
তাহলে তোমরা আমাকে কথা দিতে পার?
কেউ ছেলে হয়ে মেয়ের পোশাক
এবং মেয়ের হয়ে ছেলের পোশাক
কিনবেনা!
-- Yes Sir.
- ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
                                
                            সকল বিভাগসমুহ:
- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ(১৩)
 - সাহিত্য(৩৮৬)
 - উৎসব(০)
 - পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )(১৩৪)
 - মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)(১৩৩)
 - উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)(১৭০)
 - অনির্ধারিত(১৫৪)
 - ইতিহাসের পাতা থেকে(১৭)
 - নোটিশ বোর্ড(৬)
 - বিবিধ(৩২৪)
 - রান্নাবান্না(১০৪)
 - ফিল্ম ও মিডিয়া(২১)
 - ধর্ম ও গবেষনা(১০৬)
 - অনুবাদ(১৬)
 - ইন্টারন্যাশনাল উইমেন(৪০)
 - বই পরিচিতি/বই রিভিউ(১৭)
 - নিউজ(০)
 - অপরাজিতা(০)
 - নোটিশ বোর্ড(০)
 - তথ্যচিত্র(০)
 
জনপ্রিয় ব্লগসমুহ:
- 
                                                            
গল্প হলেও সত্যি (শেষ পর্ব)
১২ সেপ্টেম্বার ২০১৯ভিউ হয়েছে: 1827 - 
                                                            
So, if you wishing...
১৫ মার্চ ২০২৩ভিউ হয়েছে: 1717 - 
                                                            
নারী ও পুরুষ হোক পরস্পরের সহযোগী
১৭ জানুয়ারী ২০২১ভিউ হয়েছে: 1561 - 
                                                            
চন্দ্রগ্রহণে চন্দ্রাহত জীবন
৪ ফেব্রুয়ারী ২০২৩ভিউ হয়েছে: 1559 - 
                                                            
এটা কিসের ব্লগ?
১০ মার্চ ২০১৪ভিউ হয়েছে: 1511 
অনলাইনে আছেন:
                            সম্পর্কিত ব্লগ
                        
                        
                                                "তুমি মর কারো ঠেলায়,কেউ-বা মরে তোমার চাপে''
                                                অর্ফিয়ুস
                                                
                                        ২১ সেপ্টেম্বার ২০২০
                                                প্রাণ খুলে চাই তাঁর কাছে
                                                নীলজোসনা
                                                
                                        ২ এপ্রিল ২০২০
                                                আমাদের ভুলে, আটকানো জটা সময়ের
                                                নীলজোসনা
                                                
                                        ১৫ জানুয়ারী ২০২০
                            লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন 
                        
                        
                                                AIRTEL অফিসে কল।
                                                ব্লগার একফোটা শিশির
                                                
                                        ৯ জুলাই ২০১৪
                                                বিসমিল্লাহির রাহমানির রাহিম
                                                ব্লগার একফোটা শিশির
                                                
                                        ৯ জুলাই ২০১৪
                        
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)