
ধর্ম ও গবেষনা
Networking টা হোক একমাত্র রবের সাথে কারন একমাত্র তিনিই সময়মত আমাকে আমার প্রয়োজন পুরনের ক্ষমতা রাখেন

https://www.facebook.com/photo.php?v=829999423695386
উপরের লিঙ্কের ভিডিওর ক্যাপশনটা দেখে আমার ফেলে আসা সুদূর অতীতের কথা মনে পড়ে গেল কারন কিছুদিন আগেও Network শব্দটিই ছিলো আমার সবচাইতে কাছের বন্ধু। তা সেই Network এর ভিতর কিংবা বাহিরের কেউ আমার বন্ধু হন কিংবা নাই হন। আর কিছু থাকুক আর নাই থাকুক একটা শক্ত Network আমার থাকা চাই ই চাই...। এবং শেষ প(র)যন্ত আমার তা ছিলোও বটে । থাকবেনাই বা কেন...। যে বয়সে একটা মেয়ের ইউনিভা(র)সিটির ক্লাস শেষে সাথে বান্ধবিদের গল্প করতে করতে ফুচকা খাওয়ার কথা... সময়টা এদিক সেদিক ঘুরতে যাওয়ার ...। সেই সময় আমি শুধু গত পাচটা বছর হু হু করে দৌড়ে বেড়িয়েছি ...আজকে এই ওয়া(র)কশপতো(workshop) , কালকে ওই ভলান্টিয়ারি ওয়া(র)ক (volunteer work)... সকালে গুলশানে এই ইভেন্টতো বিকালে ধানমন্ডিতে ওই সেমিনার ...এই সপ্তাহে ডিবেট কম্পিটিশনতো পরের সপ্তাহে business plan competition....... এই মাসে এই পা(র)টটাইম জবতো পরের মাসে আরেক্টা.........কঠিন অবস্থা ...। কিন্তু Network চাহ ই চাই।
দৌড়াতে গিয়ে প্রায় ভুলেই গিয়েছিলাম যে হাটা পথেরও নিজসস একটা গতি আছে ...ছন্দ আছে...। একটা সময় এসে মনে হচ্ছিলো আমি প্রচন্ড দ্রুত গতিতে দৌড়াচ্ছি ঠিকই কিন্তু সেই গতিতে ছন্দ বলে কিছু নেই। খুব ক্লান্ত মনে হচ্ছিল নিজেকে...। আমি যা চেয়েছিলাম তাই পেয়েছিলাম । কাজ করতে করতে আমি professional worlder প্রায় অনেকের সাথেই professional relation তেরী হয়ে গিয়েছিল।
নিজের লক্ষ্যের খুব কাছেই যেন আমি দাঁড়িয়ে ছিলাম। রেজাল্ট ঠিক থাকলে ভালো জবতো আমি পেতেই পারি কিংবা জব করতে ভালো না লাগলে নিজের মত করে একটা business plan দাড় করিয়ে Network কাজে লাগিয়ে একটা কিছুতো করতেই পারি…।যদিও আপাতদ্রষ্টিতে কিছুই অতটা সহজ না কিন্তু Network থাকার কারনে মনে হয় কেমন যেন একটা সাহস কাজ করতো।
এই যখন আমার অবস্থা যেন চাইলেই আমি সব করে উল্টে ফেলতে পারি। তারপরও কেন যেন মনে হত আমি খুব একা…সাথে কিছুটা অস্থিরতাতো ছিলই…।
পারিবারিক এবং পারিপা(র)শিক সবকিছু মিলিয়ে মানসিক চাপটা আর নিতে পারছিলাম না……এভাবে বেশ কিছুদিন চলার পর যখন সব কিছু একটু নতুন করে সত্যি বলতে একদম নতুন করে জেনে বুঝে যখন ইসলামের পথে হাটতে শুরু করলাম তারপরই সিদ্ধান্ত নিলাম আমি আর কোন Networking এর মাঝে নাই । কি হবে এই Networking করে ……কি ক্ষমতা আছে এই so called network এর ???...কি দিতে পারে এই network??? কারন এরাতো সবাই আমারি মত মানুষ……আর মানুষতো মানুষের কিছু করতে পারেনা……কেউ যদি কিছু করেন , করতে পারেন এবং করার ক্ষমতা রাখেন তিনি একমাত্র আল্লাহপাক……Networking যদি করতেই হ্য় একমাত্র আল্লাহর সাথেই করবো কারন একমাত্র তিনিই সময়মত আমাকে আমার প্রয়োজন পুরনের ক্ষমতা রাখেন।
Networking টা হোক একমাত্র রবের সাথে কারন একমাত্র তিনিই সময়মত আমাকে আমার প্রয়োজন পুরনের ক্ষমতা রাখেন।
"শোন, তোমরাই তো তারা, যাদেরকে আল্লাহর পথে ব্যয় করার আহবান জানানো হচ্ছে, অতঃপর তোমাদের কেউ কেউ কৃপণতা করছে। যারা কৃপণতা করছে, তারা নিজেদের প্রতিই কৃপণতা করছে। আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্থ। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন, এরপর তারা তোমাদের মত হবে না।" [সুরা মুহাম্মদঃ৩৮]

আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)