অনির্ধারিত

ড্যানডেলিয়ন কাব্য

ড্যানডেলিয়ন কাব্য

নিজেকে বিষন্ন এক ড্যানডেলিয়ন ফুল মনে হয়,
পড়ন্ত বিকেলে যার পাপড়িরা দখিনা হাওয়ায় ঝরে যায়!
জীবনের সোনাঝরা দিনগুলো এমনি করে হারিয়ে যায় অগোচরে,
কখনো নিজেই বেদনার কালো স্মৃতি উড়িয়ে দেই,
কখনো দূর পাহাড় হতে সুখেদের ভাসিয়ে নিয়ে আসি সমীরণে।
ব্যস্ত-সমস্ত দিনে ক্লান্তিদের ভাসিয়ে দিয়ে
বৃষ্টিতে ভিজি!
গুনগুন কবিতার ছন্দে দেনা-পাওনার কথা ভুলি বিনা-বিদ্বেষে!
তুচ্ছ এ মরীচিকা জীবনে সুখী হওয়ার এই পথচলা!
সবুজপ্রান্তে নগন্য এ ফুল জানে ঘৃনা বিস্বাদ জমিয়ে রাখার মানে!
ছিন্নপত্রের মতো তাই বেদনাকাব্য আকাশের পানে পাঠাই।
বিশাল উদারতায় নীল আকাশ আলিঙ্গন করে মেঘমালার কবিতায়।
প্রেমে-কামে জবুথবু হই তবু আনন্দে বেঁচে থাকি বর্তমানে!


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)