অনির্ধারিত

আমাদের দেখা হওয়ার পর...

আমাদের দেখা হওয়ার পর...

আমাদের দেখা হওয়ার পর,কিছুই থাকবে না আর আগের মতন,
সকালের রোদের ঝলকানিটা আর সেই বিরক্তিবোধের ছোঁয়া দিয়ে ছুঁয়ে দেবে না তোমায়,
বরং তার মিষ্টি রোদেলা স্পর্শে হেসে ওঠবে তোমার সুখের কপোল,
যেমনটা বহুদিন পর শীতার্ত মানুষগুলো প্রথম রোদের নিরুত্তাপ আলোয় শিউরে ওঠে।।

আমাদের দেখা হবার পর, কিছুই থাকবে না আর আগের মতন,
ঝলসানো রোদে হেঁটে যেতে যেতে তীব্র পিপাসাটা ক্লান্ত মুসাফির আর হাঁপিয়ে ওঠবে তার গন্তব্য পানে,
বরং পথের এলোকেশী বৃক্ষরাশিগুলো শ্রান্তি হয়ে ধরা দিবে তার পদতলে।।

সমৃদ্ধ এক অভিধানের খোঁজে দিশা হারা হবে না কোন অতৃপ্ত পাঠক,
বরং পরিপূর্ণ গল্পের পুস্তকগুলো বেনামী ঠিকানায় পৌঁছে যাবে তার ঠিকানায়;
আমাদের দেখা হবার পর,কিছুই থাকবে না আর আগের মতো।।

চির বসন্ত খোঁজে অবুঝ প্রেমিক আর মুষরে পরবে না অনাগত বসন্তের প্রতীক্ষায়;
বরং তীব্র গ্রীষ্মের উত্তাপে পিচ ঢালা পথের মায়ায় সে বেঁধে নিবে তার একান্ত আপনজনকে;
আমাদের দেখা হবার পর কিছুই থাকবে না আর আগের মতন।।

যে নিস্তদ্ধ রাত করাল গ্রাসে ছেয়ে যেতো তীব্র আধারে,
তাও সে দিন থেকে মায়াবী আলোয় ঝলসে ওঠবে গমগম করে;

অস্ফুট শব্দরা আপন কলতানে আবারো জেগে ওঠবে এই ধরণী তরে;
আমাদের দেখা হবার পর কিছুই থাকবে না আর আগের মতন!!


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন