অনির্ধারিত

চুপকথাদের রাজ্যে...

চুপকথাদের রাজ্যে...

পৃথিবীর সব নিরব বাক্যালাপের কি একটা উপাখ্যান থাকা দরকার ছিল..??

এই যে এত এত সব নিভূত শব্দ বিনিময়,বিরামচিহ্ন ভুলে কথার সমুদ্রে এই নির্বাক পথচলা..??

সে সব কি এই একাদশী চাদেঁর আলোয় পুড়ে ছাই হবে....??

শব্দগুলো বুঝি শতাব্দী প্রাচীন আদি সব অনুভূতি আর আবেগের মাঝে ঝুলেই নিঃশেষ হওয়ার প্রতীক্ষায় থাকবে....??

শব্দের যুগলে বন্দি হয়ে এই অবিরাম পথ চলার শেষটাই বা কোথায়..??

নিঝুম অন্ধকারে শব্দদের এই নিঃশব্দ পথচলার অন্তিম ক্ষণের দেখা মিলে কোথায়..??

রাত ভোরের মধ্যবর্তী ক্ষণে কি তার পরিসমাপ্তি ঘটে..??

সকালের কৈশোরের শিশিরের দেখা কি সে পায় এই জন্মে..??

কল্পজালে বোনা শব্দগুলোর এই অকারণ রোদন কেনো এই খেয়ালী ছাদ জুড়ে..??

এই চন্দ্র গ্রহণ রাতে ঘাস বালিশে অভিমানী তারারা কি সেই অনুরাগের স্রোতে ডুবে যেতে পারে..??

জানাজানি হয় যদি আজ, ভেঙ্গে যদি যায় এই আলাপন, ক্ষতি কি তাতে..???


ছন্দ রাগে বোনা সুরের মেলায় ভাসিয়ে দিলাম তবে,

শব্দগুলো ছুড়ে ফিরবো বাড়ি আজ মাঝরাতে!


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন