অনির্ধারিত

অনস্তিত্ব...

অনস্তিত্ব...

মধ্যদুপুরের বিদ্রোহী কবিতাদের আনাগোনা ইদানীং বেড়েই চলেছে,


মধ্যদুপুরের কাঠফাটা রোদের মায়ায় আমার সে কি এক নির্বাক বোঝাপড়া,

পিচ ঢালা রাস্তাটাকে ছায়াসঙ্গী করে নিয়ে অনন্তের পানে ছুটে চলি আমি;

সাধারণত্বের চৌহদ্দি পেরিয়ে অতি সাধারণত্বের কাঠগড়ায় আজ দাড়িয়ে,

বালিতে মুখ গুজে উটপাখি হত চেয়েছিলাম কেবল,

নিস্তার নেই জেনেও মুখ গুজে থেকেছি,

জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার সে কি এক নিরন্তর অভ্যেস আমার;


লাশেরও তো তবু কিছু অস্তিত্ব থাকে,

আমি যে শুধু কেবল অসাড় এক প্রাণের অনস্তিত্বের ভারবাহী!!

 


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন