অনির্ধারিত

মরা নদীর প্রেম

মরা নদীর প্রেম

স্রোতস্বিনী নদী শুকনো প্রায় খাল
বর্ষা এলে নৌকা চলতো টলমল,
মরানদীর খরা দেখে শুধু, সখা
তোমার-আমার বিচ্ছেদ আসে মনে!
নদীয় আটকে আছে নৌকাগুলো,
উজানে আর কেউ বাইবে না নাও,
গাইবে না আর ভাটিয়ালী,
তোমার গাওয়া নজরুলগীতি যেমন,
বইতো ঝিরিঝিরি!


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)