রান্নাবান্না

ডিম পোঁচের টক-ঝাল দোপেয়াজা

ডিম পোঁচের টক-ঝাল দোপেয়াজা
উপকরণ- ডিম ৪টি পিঁয়াজ কুচি ১ কাপ তেল প্রয়োজন মত লবণ স্বাদ মত আদা- রসুন বাটা মিলিয়ে ১/২ চা চামচ (না দিলেও চলবে) হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো প্রতিটি ১/২ চা চামচ করে জায়ফল গুঁড়ো ১/২ চা চামচ টমেটো সস ৪ টেবিল চামচ তেঁতুল গোলা ১ টেবিল চামচ ভাজা জিরা গুঁড়ো ১ চিমটি কাঁচামরিচ ও ধনিয়া পাতা ইচ্ছামত প্রণালি- -ডিমগুলো পোঁচ করে নিন। খুব বেশি শক্ত পোঁচ করবেন না। এমনভাবে করুন যেন বাইরেরটা শক্ত থাকে আর ভেতরে নরম। তাতে খেতে বেশি মজা লাগবে। -তেলে পিঁয়াজ ও লবণ দিয়ে ভাজুন। পেঁয়াজ চকচকে হলে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে দিন। অল্প পানি দিয়ে ভালো করে কষান। -কষানো হয়ে গেলে টমেটো সস দিয়ে দিন। আবারও একটু পানি দিন এবং ঢাকনা দিয়ে রান্না করুন। -পানি টেনে ঝোল মাখা মাখা হলে এবং বেশ গ্রেভী তৈরি হলে জায়ফল ও তেঁতুল দিয়ে দিন। এবং এবার সাবধানে ডিমগুলো দিয়ে দিন। -ঢাকনা দিয়ে মিনিট পাঁচেক রান্না করুন। -ধনিয়া পাতা ও কাঁচামরিচ ছিটিয়ে আরও দু মিনিট দমে রেখে নামিয়ে ফেলুন মজাদার ডিম পোঁচের দোপেয়াজা। সূত্রঃ বাংলা রেসিপি  

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন