রান্নাবান্না

রমজান স্পেশাল- "মজাদার স্নাক্স পটেটো চিজ বল"

রমজান স্পেশাল- "মজাদার স্নাক্স পটেটো চিজ বল"
10442373_683462435036136_4641495537955271924_n   উপকরণ সিদ্ধ আলু – ৪ টি মোজারেলা চিজ বা পনির – আধা কাপ পেঁয়াজ বেরেস্তা করা – ১ টি কাঁচা মরিচ কুচি – ২ টি ডিম – ২ টি সিদ্ধ করা ভুট্টার দানা- আধা কাপ চাট মশলা – ১ টেবিল চামচ গরম মশলা গুঁড়া – আধা চা চামচ কর্ণ ফ্লাওয়ার – ২ টেবিল চামচ লবণ – স্বাদ মতো ধনে পাতা কুচি – ২ টেবিল চামচ ব্রেড ক্রাম – ১ কাপ তেল – ভাজার জন্য প্রনালি -আলু সিদ্ধের সাথে ভুট্টা, পেঁয়াজ কুচি (চাইলে নাও দিতে পারেন) , কাঁচা মরিচ কুচি , ধনে পাতা কুচি , চাট মশলা , গরম মশলা , কর্ণ ফ্লাওয়ার , একটি ডিমের সাদা অংশ ও লবন দিয়ে খুব ভাল করে মাখিয়ে নিন । -একটি বাটিতে ডিম সামান্য লবন দিয়ে ফেটিয়ে রাখু... । চিজ ছোট টুকরা করে রাখু... । -এবার আলুর মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করে নিন । প্রত্যেক বলের মধ্যে আঙুল দিয়ে ছোট গর্ত করে চিজের ছোট টুকরা একটা করে ভরে দিয়ে পুনরায় বলটি গোল করে নিন । এভাবে সবগুলো বল তৈরি করে নিন । -এবার বলগুলো ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে গরম তেলে সোনালী করে ভেজে নিন । সস বা চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন মচমচে পটেটো চিজ বল । সূত্র-প্রিয় ডট কম। রেসিপি বাই শ্রাবনী জামান।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ