অনির্ধারিত

আজব দুনিয়া>>>>>>

আজব দুনিয়া>>>>>>
কিছু কিছু মানুষের আচার আচরন ব্যাবহার দেখে মাঝে মাঝে অনেক কষ্ট লাগে। অবাক হই তাদের বিচার বুদ্ধি বিবেচনা দেখে । মানুষে মানুষে কত তফাৎ । টাকা পয়সা থাকলেই মানুষ নিজেকে ধরা কে সরা মনে করে । একদিকে নিজের ভাসুরের মেয়ে অন্যদিকে নিজের ননদের মেয়ে। ভাসুর অনেক বড়োলোক টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছুই আছে । একমাস পর তার মেয়ের বিয়ে এখন থেকেই বিয়ের কেনাকাটার ধুম পরে গেছে বাসাটাতে পুরোপুরি বিয়ের আমেজ। এই বিয়েতে কনের চাচি তাকে অনেক কিছুই দিবে নগদ ৫০ হাজার টাকা , কানের দুল ,হাতের চুরি । অন্যদিকে ননদ মধ্যবিত্ত বলে তার মেয়ের বিয়ের সময় কিছু দেয়া তো দূরের কথা ও যাওয়ার প্রয়োজন মনে করে নি । ভাসুর ধনী আর ননদ গরীব বলেই কি এই পার্থক্য । ননদের মেয়ের বিয়ের ৫ বছর হয়ে গেছে তার একটা ছোট মেয়ে আছে সুখের সংসার স্বামী ব্যাংকার। এতদিনেও তাদের একটা ফোন দিয়েও খোঁজ নেইনি বলেনি কেমন আছিস তোরা জামাই কেমন আছে ?? এই পরিবারের সাথে কারোর কোন দ্বন্দ্ব নেই কিন্তু কেন এই বিভেদ । ওদের তো তার মামী মামার কাছে চাওয়া পাওয়ার কিছু নেই তবুও কিসের এত ভয় । হইত ওরা মনে মনে ভাবে যে ওরা গরীব কখন কি চেয়ে বসবে। এসব চিন্তা করে কোন লাভ নেই তোমাদের মত বাড়ি গাড়ি না থাকতে পারে মানবতা বিবেক বলে কিছু একটা আছে । আল্লাহ্‌র রহমতে ভাল আছি । লোভ নেই কোন কিছুর উপর তারপরও এ কেমন ব্যাবহার ...... মানুষের যে কত রঙ ...। ভয় পেয়না তবুও ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করি ... আল্লাহ তোমাদের ভাল রাখুক :)

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)