অনির্ধারিত

কিছু সহজ কথা

কিছু সহজ কথা
শুধুমাত্র মেয়েদের জন্য আলাদা করে একটা ব্লগের দরকার আছে কিংবা ছিল বলে ঠিক বিশ্বাস করিনা একদম। এই পৃথিবির অভ্যন্তরে আল্লাহ রাব্বুল আলামীন নারী পুরুষের জন্য কিছু নির্দিষ্ট আচরণবিধি নির্দেশ করে দিলেও, উভয়পক্ষের জায়গা এই সমাজে কখনও পূর্নাংভাবে আলাদা করা সম্ভব নয়। অন্তত ইন্টানেট জগতে তো নয়ই। অনেকের আমার সাথে দ্বিমত থাকতে পারে, কিন্তু এটা আমার একান্ত উপলব্দি। কিছুদিন আগে একটা খুব চমৎকার আর্টিকেল পড়ার সৌভাগ্য হল এই বিষয়টা নিয়ে। যে বোন আর্টিকেলটা লিখেছেন তাকে মোবারকবাদ। তিনি আর্টিকেল এ রাসূল (সাঃ) এর জীবন থেকেই কিছু সহীস হাদীস উল্লেখ করেছেন এবং সেগুলোর ব্যাখ্যা দিয়েছেন। তিনি হাদীসের মাধ্যমেই দেখিয়েছেন আমাদের প্রিয় নবী কিভাবে নারী পুরুষ উভয়কেই সহাবস্থানের মাধ্যমে নিজেদের নফস কে নিয়ন্ত্রনের ট্রেনিং দিয়েছেন। ভিডিওটি সবার সাথে শেয়ার করলামঃ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=7TzNcs3NwIE সেই সাথে সুহাইব ওয়েবের এই লিঙ্ক টিতে আর্টিকেল্টি পড়তে পারেনঃ https://www.suhaibwebb.com/relationships/gender-relations/lessons-from-gender-relations-in-the-prophets-society/ আমি মনে করি এটি শুধুমাত্র একটি ব্লগ। যেখানে সব ধ্যান ধারনার মানুষ নিজেদের কথা শিল্পের চর্চা করে যাবে। সবাইকে আন্তরিক সালাম

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন