অনির্ধারিত

মিথস্ক্রিয়া

মিথস্ক্রিয়া

মৃন্ময়ী ভাবছে। মোবাইলের দিকে চোখ পড়লে গা কেমন করে উঠলো। ঘড়ির কাঁটা বলছে আজ ১৩ এপ্রিল ২০২০।

 

ঠিক এক বছর আগের কথা মনে পড়ছে। এক বছর আগের এই দিনে সে অনেক উৎফুল্ল, খুশি মনে ছিলো। আপনমনে ঘন ঘন হাসছিলো, নিজের মতো করে স্বপ্ন বুনছিলো। তখন মৃন্ময়ী কল্পনাও করতে পারেনি তার এক বছরের জার্নি এমন হবে।

জীবন খুবই আনপ্রেডিক্টেবল, আমরা মুহুর্তের মাঝে বাস করি। এক পলকে অনেক মুহুর্ত মিলে অনুভূতি তৈরি করে। সময়ের ছটা তৈরি করে। সময়ের ছাঁকে গল্প তৈরি হয়।

 

আমাদের গল্প আসলে কিভাবে তৈরি হয়?

 

আমরা মানুষ আসলে কী? মানবশরীর? নাকি মানবমন?

 

আমরা কথা বলি, গল্প তৈরি হয়।

আমরা হাসি, গল্প তৈরি হয়।

আমরা হাঁটি, গল্প তৈরি হয়।

আমরা ভাসি, গল্প তৈরি হয়।

জাগতিক মিথস্ক্রিয়ার মাঝে গল্প তৈরি হতে থাকে।

পলকে, নয়নে, চয়নে।

 

"Forest Gump" সিনেমাতে একটা লাইন ছিলো,

          "Life is like a box of chocolates. You never know what you're gonna get"

ডার্ক চকলেট পাবো নাকি হোয়াইট চকলেট পাবো; সেই বক্স থেকে ছোট প্যাকেট পাবো নাকি বড় প্যাকেট পাবো - সেটা কি আমরা জানি?

আদৌ চকলেটের বাক্স পাবো কিনা সেটাও কি আমরা জানি??

 

তাহলে কি আমাদের গল্প কি আদৌ আমরা তৈরি করি? 


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন