খুব কাছের মানুষদের সাথে আমরা দীর্ঘ সময় ধরে রাগ করে থাকতে পারিনা...
রাগের মাথায় কতো কিছুই না বলি প্রিয় মানুষটিকে! কি অতিরিক্ত রিএ্যাক্টই না করি!
রাগের মাথায় মনে হয় কখনোই আর তার সাথে কথা বলবো না....তাকে কখনোই ক্ষমা করবো না।কিন্তু যখন সময় গড়াতে থাকে তখন সময়ের সাথে সাথে রাগটাও একটু একটু করে কমতে থাকে। তার জন্য মায়া লাগতে থাকে....তাকে আগের মতো করে ভালোবাসতে ইচ্ছে করে....তার সাথে কথা বলতে ইচ্ছে করে....
আর ঠিক তখনই ইগো এসে আমাদের থামিয়ে দেয়। চাইলেও কেন জানি তার সাথে কথা বলতে পারি না। একটু একটু করে সবটুকু রাগ একসময় কষ্টতে পরিণত হয়। রাগের মাথায় বলা কথাগুলো ঐ মানুষটিকে যতটুকু কষ্ট দেয় তার চেয়ে বেশি কষ্ট দেয় আমাদের।
শুধু ইগোর কারণেই দু'জন মানুষ প্রচণ্ড রকম কষ্ট নিয়ে দূরে সরে যায়। একটা সময় নিবিড় ভালোবাসার সম্পর্কটি শেষ হয়ে যায়।ইগো, অহংকার, রাগ আমরা এসবের জালে বন্দি হয়ে আছি। অথচ আমাদের সবার ভিতরই একটা কোমল মন আছে। আমরা ভালোবাসতে চাই। আমরা হারাতে চাইনা আমাদের কাছের মানুষটিকে।
ইগোকে অনেকেই হয়তো সেল্ফ রেসপেক্ট মনে করেন। কিন্তু ইগো আর সেল্ফ রেসপেক্ট কখনোই এক নয়। ইগো হচ্ছে নিজের বড়ত্বের প্রতি একটি অস্বাভাবিক বিশ্বাস। যার সাথে মিশে আছে প্রচণ্ড অহংকার আর স্বার্থপরতা।
আর সেল্ফ রেসপেক্ট হচ্ছে, নিজেকে ভালো জানা, নিজের উপর বিশ্বাস রাখা, নিজের পাশাপাশি অন্যদের নিয়েও চিন্তা করা।
যার সেল্ফ রেসপেক্ট আছে সে জানে, আমি একজন ভালো মানুষ। আর ইগো হলো সে মনে করে আমি অন্য সবার চেয়ে ভালো। প্রতিনিয়ত সে নিজেকে সঠিক প্রমাণের চেষ্টা করে।অবহেলা আর ইগোর কারণে নষ্ট হয়ে যাওয়া প্রিয় সম্পর্কগুলো আর আগের মতো করে ফিরে আসে না। আকাশ সমান ইগো নিয়ে বসে থাকা মানুষগুলোও একটা সময় প্রচণ্ড আফসোস করে। কারো জীবনই থেমে থাকে না। কিন্তু দেয়ালের ওপাশ থেকে দু'জনই কষ্ট পায়।
তাহলে আমরা কেন এই রাগ, ইগো এসব পুষে রাখবো? সম্পর্কে ঝগড়া, মনোমালিন্যতো হবেই। তাই বলে প্রিয় সম্পর্কগুলো এতো সহজেই শেষ হয়ে যাবে?
পৃথিবীতে কতদিনই বা আমরা বাঁচি? তবুও কেন এতো বিবেধ? কেন এতো দূরত্ব? এই অল্প সময়ে সম্পর্কগুলোর মূল্যায়ন করতে শিখি....দোষ না ধরে ক্ষমা করতে শিখি।
'সরি' কোন নেগেটিভ শব্দ না। আন্তরিকতার পরশ মিশিয়ে মন থেকে সরি বললে বা ক্ষমা করে দিলে যে কোন সম্পর্কই সুন্দর থাকতে পারে। সহনশীলতা বা নমনীয়তা সম্পর্ককে হারিয়ে যেতে দেয়না। বরং আরো গভীর করে তুলে।মানুষেরা সব ভালো থাকুক!
ভালোবাসা আর ইগোর দ্বৈত দ্বন্দ্বে ভালোবাসা জয়ী হোক!
সম্পর্কগুলো বেঁচে থাকুক পরম মমতায়!
অনির্ধারিত
ইগোর বেড়াজালে ভালোবাসা
ব্লগটি লিখেছেন: himu
| ৪ সেপ্টেম্বার ২০১৯

সকল বিভাগসমুহ:
- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ(১৩)
- সাহিত্য(৩৮১)
- উৎসব(০)
- পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )(১৩৩)
- মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)(১৩৩)
- উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)(১৭০)
- অনির্ধারিত(১৫৪)
- ইতিহাসের পাতা থেকে(১৭)
- নোটিশ বোর্ড(৬)
- বিবিধ(৩২৪)
- রান্নাবান্না(১০৪)
- ফিল্ম ও মিডিয়া(২১)
- ধর্ম ও গবেষনা(১০৬)
- অনুবাদ(১৬)
- ইন্টারন্যাশনাল উইমেন(৪০)
- বই পরিচিতি/বই রিভিউ(১৭)
- নিউজ(০)
- অপরাজিতা(০)
- নোটিশ বোর্ড(০)
- তথ্যচিত্র(০)
জনপ্রিয় ব্লগসমুহ:
-
গল্প হলেও সত্যি (শেষ পর্ব)
১২ সেপ্টেম্বার ২০১৯ভিউ হয়েছে: 932 -
So, if you wishing...
১৫ মার্চ ২০২৩ভিউ হয়েছে: 891 -
নারী ও পুরুষ হোক পরস্পরের সহযোগী
১৭ জানুয়ারী ২০২১ভিউ হয়েছে: 788 -
চন্দ্রগ্রহণে চন্দ্রাহত জীবন
৪ ফেব্রুয়ারী ২০২৩ভিউ হয়েছে: 766 -
এটা কিসের ব্লগ?
১০ মার্চ ২০১৪ভিউ হয়েছে: 758
অনলাইনে আছেন:
সম্পর্কিত ব্লগ

So, if you wishing...
Women Express
১৫ মার্চ ২০২৩

চন্দ্রগ্রহণে চন্দ্রাহত জীবন
অরন্যের রাজ্য
৪ ফেব্রুয়ারী ২০২৩

'একজন নারী'...সেও তো মানুষ!
সাজেদা হোমায়রা
২ আগষ্ট ২০২১

বিয়ে ও শ্বশুর বাড়ি
সাজেদা হোমায়রা
২১ জানুয়ারী ২০২১
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন

'একজন নারী'...সেও তো মানুষ!
সাজেদা হোমায়রা
২ আগষ্ট ২০২১

বিয়ে ও শ্বশুর বাড়ি
সাজেদা হোমায়রা
২১ জানুয়ারী ২০২১

নারী ও পুরুষ হোক পরস্পরের সহযোগী
সাজেদা হোমায়রা
১৭ জানুয়ারী ২০২১

নানা রঙের কষ্টগুলো!
সাজেদা হোমায়রা
৯ মে ২০২০
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)