অনির্ধারিত

আমরা সবাই সত্যের পক্ষে

আমরা সবাই সত্যের পক্ষে
স্বর্গে আদম কি খেতেন? তিনি কি ভাত রাধতেন? ভাতের সাথে তরকারী হিসেবে কি থাকতো? তাকে কি আদতেই রান্নাকরে খেতে হত? তাকে কি তার পোষাক পরিষ্কার করতে হত? তিনি কি কুড়ে ঘরে থাকতেন, নাকি সু-উচ্চ অট্টালিকায় থাকতেন? নিজের আবাস পরিচ্ছন্ন রাখতে তাকে কি খুব কষ্ট করতে হত? স্বর্গে কি তাকে অনেক কাজ করতে হত? মানুষ চিন্তা করতে পারে, যুক্তি দিতে পারে এবং তার মানদন্ডে স্বীদ্ধান্তও নিতে পারে। আমিও মাঝে মাঝে ভাবি। আদম একদিন আল্লাহর কাছে গিয়ে বলছে 'আল্লাহ, আমার রান্না করার লোক লাগবে, আমার কাপড় কাচার লোক লাগবে, আমার ঘর পরিষ্কার করার লোক লাগবে। আর আল্লাহ তার কষ্ট বুঝতে পেরে হাওয়াকে তার জন্য তৈরি করলেন।'  ভরা পূর্ণিমা রাতে খোলা আকাশের নীচে চাঁদ দেখার জন্য নয়, কিংবা পড়ন্ত বিকেলে বুলভার্ড ধরে পাশাপাশি দু'জন হাটার জন্য নয়, কিংবা আনমনে একে অপরের দিকে চেয়ে থাকার জন্যও নয়, শুধু গৃহস্থালী কাজের প্রয়োজনেই হাওয়াকে আল্লাহ তৈরি করেছিলেন। মানবিক যুক্তিতে এটি গ্রহনযোগ্য বলে মনে না হলেও সামাজিক যুক্তিতে এটিইতো সত্য। আমরা সবাই সত্যের পক্ষে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন