রান্নাবান্না

কাচাঁ পাকা আমের সালাদ

কাচাঁ পাকা আমের সালাদ

উপকরনঃ

  • কাচাঁ-পাকা আম ২দুটি (জুলিয়ান কাট)
  • কাচাঁমরিচ কুচি ২টি
  • ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
  • লবণ পরিমান মত
  • বিট লবণ সামান্য
  • চাট মশলা ১/২ চা চামচ
  • চিনি ১ চা চামচ
  • লাল ক্যাপসিকাম ১ টি (জুলিয়ান কাট)
  • পেয়াজঁ মিহি কুচি ছোট ১টি

প্রস্তত প্রণালীঃ

– প্রথমে আম ধুয়ে নিন তারপর ছিলকা ছিলে নিন এবং জুলিয়ান শেইপ করে কেটে নিন

– এবার একটি বাটিতে পেয়াজঁ কুচি, ধনেপাতা কুচি, কাচাঁমরিচ, লবণ দিয়ে ভাল করে হাতে চটকে নিন ।

– এখন আম, ক্যাপসিকাম ও চিনি, বিট লবণ ও চাট মশলা দিয়ে সব মিক্স করে নিন। প্লেইটে নিয়ে পরিবেশন করুন কাচাঁ পাকা আমের সালাদ ।

Source: বাংলা রেসিপি।

 


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ