রান্নাবান্না

মেক্সিকান চুরোস উইথ চকলেট সস

মেক্সিকান চুরোস উইথ চকলেট সস

আজ আপনাদের জন্য থাকছে সম্পুর্ন ভিন্ন রকমের একটি খাবারের রেসিপি। মুলত এটি বিদেশি খাবার। মেক্সিকোতে এটি একটি বিখ্যাত খাবার। চকলেট সস এর সাথে এটি খেতে হয়। 

উপকরন:

  • মাখন ১/২কাপ
  • ময়দা ১ কাপ
  • আইসিং সুগার ১/২কাপ+২ চামচ
  • ডিম ৩টা
  • ভ্যানিলা এসেন্স ১/২ চা চামচ
  • এলাচ গুড়া ২/৩টা
  • লবন পরিমান মত
  • তেল ১ কাপ ভাজার জন্য

সসের জন্য:

  • ডার্ক চকোলেট ১/২কাপ,
  • গুড়ো দুধ ২ চা চামচ

প্রনালি:

– প্যানে মাখন গলিয়ে নিন, এবার তাতে ময়দা, ২ চা চামচ চিনি, ভ্যানিলা এসেন্স, লবন দিয়ে ভাল করে মেখে নিন কিছুটা সময় চুলার উপরে।

– এবার চুলা থেকে নামিয়ে তাতে একটা একটা করে ডিম দিয়ে কাঠের চামচ দিয়ে ভালো করে মেশাতে হবে, মিশ্রনটি খুব শক্ত বা নরম হবে না, মোলায়েম হবে।

– এবার মিশ্রনটিকে একটি পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিন, আর পাইপিং ব্যাগের মুখে স্টার আকৃতির নজেল লাগাতে হবে। অন্য পাত্রে আইসিং সুগার ও এলাচ গুড়া মিশিয়ে রাখু...।

– এবার প্যানে তেল দিন ভাজার জন্য,  পাইপিং ব্যাগ হালকা চাপ দিন তেলের উপর, আর ৩/৪ ” করে কাচি দিয়ে কেটে দিন, লাল করে ভেজে তুলুন হালকা আচে। আইসিং সুগারে সব চুরোস দিয়ে ভাল করে নাড়া চাড়া করুন। তৈরি হয়ে গেল চুরোস।

সস তৈরি প্রনালি:

– চকোলেট গলিয়ে নিন, এবার তাতে ২চা চামচ দুধ মিশিয়ে সস তৈরি করুন।

– আর গরম গরম চুরোস পরিবেশন করুন চকোলেট সসের সাথে।

Source: অনলাইন খবর ডটকম


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ