রান্নাবান্না

লেমন ললি

লেমন ললি
উপকরণ: পানি ৪ কাপ, চিনি ১ কাপ,  লেবুর রস ৬ টেবিল-চামচ, লবণ আধা চা-চামচ, লেমন এসেন্স ৭-৮ ফোঁটা, সবুজ রং প্রয়োজনমতো। প্রণালি: -ওপরের সব উপকরণ একসঙ্গে মিলিয়ে ছেঁকে নিতে হবে। -আইসক্রিমের ছাঁচে ঢেলে ৫ থেকে ৬ ঘণ্টা ডিপ ফ্রিজে জমিয়ে পরিবেশন করুন মজাদার,  ইয়াম্মী লেমন কুলফি :) । সূত্রঃ রকমারি রান্না শিখু...  

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ